র্যানসমওয়্যারের কবলে পড়েছে অ্যাপল ইনকর্পোরেটেডের সরবরাহক কোয়ান্টা কম্পিউটারস। তবে, আক্রান্ত প্রতিষ্ঠানটি বলছে, এতে বস্তুগত ব্যবসায়ের উপর কোনো প্রভাব পড়বে না।
গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, তাইওয়ানের চুক্তিভিত্তিক নির্মাতার সার্ভারে অনুপ্রবেশ করেছে রাশিয়ান এক হ্যাকার গ্রুপ, হাতিয়ে নিয়েছে গোপন ডেটা।
ব্লুমবা্র্গের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, হ্যাকার গ্রুপ ‘রিভিল’ এক ব্লগে কোয়ান্টা কম্পিউটারসের নেটওয়ার্কে অনুপ্রবেশের দাবি করেছে। তারা জানায়, মার্চে অ্যাপল ম্যাকবুক সংশ্লিষ্ট কিছু নকশার নথি হাতিয়ে নিয়েছে তারা। কোয়ান্টার কাছে পাঁচ কোটি ডলার মুক্তিপণ চেয়েছে হ্যাকিং গ্রুপটি।
ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদন বলছে, শুধু কোয়ান্টা নয়, অ্যাপলকেও মুক্তিপণের অর্থ পরিশোধ করতে বলেছে রিভিল।
অ্যাপল এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। অনুপ্রবেশের বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে কোয়ান্টা।
উল্লেখ্য, কোয়ান্টা কম্পিউটারস ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। চুক্তি ভিত্তিতে অ্যাপলের ম্যাকবুক, এইচপি ইনকর্পোরেটেড ও ডেল টেকনোলজিসের পণ্য তৈরি করে দেয় প্রতিষ্ঠানটি।