অ্যাপল পডকাস্টের পেইড সাবস্ক্রিপশন সুবিধার মতো সাবস্ক্রিপশন ফিচার চালু করতে যাচ্ছে সুইডিশ মিউজিক স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান স্পটিফাই। তবে স্পটিফাই অ্যাপলের মতো কোনো লভ্যাংশ গ্রহণ করবে না। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবর আইএএনএস।
আগামী মাসেই নতুন এ ফিচার চালুর ঘোষণা দিতে পারে এ প্রতিষ্ঠানটি। অ্যাপল ইনসাইডারের বরাত দিয়ে ওয়াল স্ট্রিটের এক প্রতিবেদনে বলা হয়, স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন সুবিধা অ্যাপলের চেয়ে আলাদা হবে। এটি হয়তো কোনো ফি গ্রহণ করবে না অথবা কোনো লভ্যাংশ গ্রহণ করবে না।
নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে অবগত একাধিক সূত্র জানায়, স্পটিফাই পডকাস্ট নির্মাতাদের তাদের নিজস্ব দাম নির্ধারণের সুবিধাও প্রদান করতে পারে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, একবার এ সুবিধা চালু হয়ে গেলে স্পটিফাইয়ের আইওস অ্যাপ ব্যবহারকারীদের একটি ওয়েবসাইটের মাধ্যমে সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হবে। যদি সব ঠিক থাকে, তাহলে অ্যাপল রেগুলার ইন অ্যাপ পারচেজে যেভাবে লভ্যাংশ রেখে দিত এখানে সেই কাজ করবে না।
অন্যদিকে অ্যাপলের শ্রোতারা সম্প্রতি অ্যাপল পডকাস্ট সাবস্ক্রিপশন চালু করেছে, যেখানে মে মাস থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করা যাবে।
প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বিভিন্ন সুবিধা রয়েছে যেগুলো কনটেন্ট ক্রিয়েটররা নিয়ন্ত্রণ করবেন। যেমন- বিজ্ঞাপন ছাড়া গান শোনার সুবিধা, অতিরিক্ত কনটেন্টে প্রবেশাধিকার এবং নতুন কোনো সিরিজ বাজারে আসার সঙ্গে সঙ্গেই দেখার সুযোগ।
শ্রোতারা যে কোনো ভিডিও এবং প্রিমিয়ার স্টুডিওর সাবস্ক্রিপশন সুবিধা ব্যবহার করতে পারবে। এর মধ্যে থান্ডারফুট টিভি, পুশকিন ইন্ডাস্ট্রিজ, রেডিওটোপিয়া ফ্রম পিআরএক্স অ্যান্ড কিউকোড রয়েছে। এছাড়াও স্বনামধন্য বিনোদন মাধ্যম ও ব্যান্ড, যেমন- এনপিআর, লস অ্যাঞ্জেলেস টাইমস, দ্য অ্যাথলেটিক, সনি মিউজিক এন্টারটেইনমেন্টসহ আরো প্রতিষ্ঠানের কনটেন্ট ব্যবহার করা যাবে।