স্যামসাং ল্যাপটপের বেশ কয়েকটি ল্যাপটপ আসছে আমাদের মাঝে। সেই ল্যাপটপগুলোর মধ্যে একটি হল স্যামসাং গ্যালাক্সি বুক (২০২১)। এটি একটি অসাধারণ ল্যাপটপ হতে চলেছে। এর বিল্ড কোয়ালিটি ও মনোমুগ্ধকর ডিজাইন আপনাকে নজর কাড়তে বাধ্য করবে। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
স্যামসাং গ্যালাক্সি বুক (২০২১) ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল এবং আয়তন হবে ৩৫৬.৬X২২৯.১X১৫.৪ মিলিমিটার। এছাড়া এর ওজন হবে মাত্র ১.৫৫ কেজি। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হবে ইন্টেল কোর আই ৭ ১১ জেনারেশন প্রসেসর যার সাথে দেওয়া হবে ১৬ জিবি র্যাম ও ১ টিবি এর এস এস ডি স্টোরেজ। এই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২ এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ফুল এইচ ডি এর ওয়েব ক্যামেরা। উক্ত ক্যামেরার মাধ্যমে খুব ভালভাবে ভিডিও কলিং করা যাবে। স্যামসাং গ্যালাক্সি বুক (২০২১) ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৫৪ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার সাথে দেওয়া হয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ এর সিস্টেম। এই ল্যাপটপটিতে খুব দ্রুত চার্জ হবে এবং এর ব্যাটারি ব্যাকআপ হবে দুর্দান্ত। নীল এবং সিলভার রঙ এ পাওয়া যাবে এই ল্যাপটপটি।
স্যামসাং গ্যালাক্সি বুক (২০২১) ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ৪৭,০১২ টাকা। মূল্য অনুযায়ী ল্যাপটপটির ফিচার খুব ভাল দেওয়া হয়েছে। ল্যাপটপটি আমার খুব ভাল লেগেছে।