ভাত-পানি,অক্সিজেন এর মতো দূরাঞ্চলে যোগাযোগ করার জন্য একটি মোবাইল ফোন অত্যাবশ্যক। পৃথিবীতে খুব অল্প মানুষ রয়েছে যারা মোবাইল ফোন ব্যবহার করেন না। একদম ফতুর থেকে শুরু করে বিশ্বের শ্রেষ্ঠ ধনীর স্মার্টফোন ব্যবহার করেন। তবে আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে ,বিশ্বের কোন ধনী ব্যক্তি কোন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করে?
চলুন জেনে নেওয়া যাক…
জেফ বেজোসঃ
ফোর্সের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী জেফ বেজোস । এযাবত অব্দি তার সম্পত্তির পরিমাণ ২০১ বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের সর্বপ্রথম সফল ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি। ২০১২ সাল পর্যন্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী উদ্যোক্তা সেসময়কার সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ব্ল্যাকবেরি এর ফোন ব্যবহার করত । পরবর্তীতে তিনি কোন ধরনের ফোন ব্যবহার করেছেন ,তার সম্পর্কে জানা যায়নি। অর্থাৎ অফিশিয়ালি কোনো তথ্য জানা যায়নি ।তবে তার নিকট মানুষজনের সাক্ষাৎকার থেকে জানা যায় জেফ বেজোস ২০১৮ সাল অব্দি অ্যামাজন ফায়ার ফোন ব্যবহার করেছেন।
বিল গেটস
সম্প্রতি স্ত্রী এর সঙ্গে বিচ্ছেদের ঘটনা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন মাইক্রোসফট এর হর্তাকর্তা বিল গেটস। ২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে জানা গিয়েছে ,বিল গেটস তার সাধারন ব্যবহারের জন্য অ্যাপেল ব্র্যান্ডের আইফোন ব্যবহার করে থাকেন । শুনতে অবাক লাগলেও চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাপেলের আইফোনকে দৈনন্দিন ব্যবহারের স্মার্টফোন হিসেবে বেছে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধণী এই উদ্যোক্তা।
মার্ক জুকারবার্গ
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্ক ২০১৮ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অফিশিয়াল কাজকর্মে তিনি সাধারণত ফেসবুকের নিজেদের উৎপাদনকৃত স্মার্টফোন ব্যবহার করে থাকেন । তবে দৈনন্দিন জীবনে সাধারণ কাজ কর্মে অ্যাপেলের আইফোন ব্যবহার করে থাকেন । সেই সাক্ষাৎকারে মার্ক জুকারবার্ক আরো জানান, খুব শীঘ্রই ফেইসবুক তাদের নিজেদের তৈরি স্মার্টফোনগুলো বাজারজাত করতে শুরু করবে।
মুকেশ আম্বানি
ফোর্বসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মুকেশ আম্বানি সমগ্র এশিয়ার সর্বশ্রেষ্ঠ এবং সমগ্র বিশ্বের পঞ্চম ধনী ।ব্যক্তি গত দুই বছর ধরে মুকেশ আম্বানি তার নিজের অবস্থান ধরে রেখেছে । মুকেশ আম্বানি দেশের প্রোডাক্ট ব্যবহার করেন। স্বদেশী আন্দোলনের চেতনা থেকেই এমন চেন্তা ধারা মনিকোঠায় প্রবেশ করেছে । মুকেশ আম্বানি ব্যবহার করেন ভারতের অন্যতম স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ড জিও এর স্মার্টফোন।