ইউটিউব চ্যানেলের নাম পাল্টাতে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে না। ইউটিউব চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করা যাবে মূল গুগল অ্যাকাউন্ট রেখেই।
টেকক্রাঞ্চ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল নিয়ন্ত্রণাধীন ভিডিও স্ট্রিমিং জায়েন্ট ইউটিউব এমনই নতুন ফিচার নিয়ে এলো ইউটিউবারদের জন্য। এর ফলে যেসব ইউটিউবার নিজের জিমেইল ব্যবহার করেই চ্যানেল খুলতে চান তারা উপকৃত হবেন।
তবে চ্যানেলে ভেরিফিকেশন ব্যাজ রয়েছে, সেগুলোর জন্য এ সুযোগ আর থাকছে না। এজন্য তাদের নতুন করে আবেদন করতে হবে। কাজেই তাদের জন্য কিছুটা বিরক্তির কারণ রয়েছে।
ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা যাবে যেভাবে—
ডেস্কটপে ইউটিউব স্টুডিও খুলে মেনুবারে যেতে হবে। কাস্টমাইজেশন অপশনে সিলেক্ট করতে হবে। বেসিক ইনফো সিলেক্ট করে এরপর চ্যানেলের নাম বদলাতে পেনসিল আইকনে ক্লিক করতে হবে।
মোবাইলের ক্ষেত্রে ‘ইউর চ্যানেল’ অপশনে ক্লিক করতে হবে। এডিট চ্যানেল সিলেক্ট করে পেনসিল আইকনে ক্লিক করে প্রোফাইলের নাম বদলাতে হবে।