ভিভো মোবাইলের সর্বশেষ সংযোজন করা হয়েছিল ভিভো ভি ২১ মোবাইলের। এবার সেই মোবাইলের নতুন সংযোজন করা হচ্ছে ভিভো ভি ২১ ই মোবাইলের। এটি একটি মিড ভেরিয়েন্টের মোবাইল হতে চলেছে। এর সাথে দেওয়া হয়েছে অত্যাধুনিক ফিচার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
চলুন আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়েঃ
ভিভো ভি ২১ ই মোবাইলটির ডিসপ্লে দেওয়া হবে ৬.৪৪ ইঞ্চি বিশিষ্ট অ্যমোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১০৮০X২৪০০ পিক্সেল। এটি একটি ফ্যাবলেট টাইপের ডিভাইস হতে চলেছে। এর আয়তন দেওয়া হবে ১৬১.২X৭৪.৪X৭.৪ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ১৭১গ্রাম। উক্ত ফোনটিতে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪০৯। ফোনটির ডিসপ্লে আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়েঃ
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হবে ৬৪ মেগাপিক্সেল এর ওয়াইড, ৮ মেগাপিক্সেল এর ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ৪৪ মেগাপিক্সেল এর ওয়াইড। উক্ত ক্যামেরা গুলোর সাথে দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট মোড, গাইরো- ই আই এস, ৪ কে ভিডিও রেকর্ডিং, টাইমলেপস এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও করা যাবে। এই মোবাইলটির ক্যামেরা সেকশনটি মূল্য অনুযায়ী খুব ভাল দেওয়া হয়েছে। আমার কাছে ক্যামেরা সেকশনটি খুব ভাল লেগেছে। অনেক উন্নতমানের ফোনের থেকেও এখানে ভাল ক্যামেরা দেওয়া হয়েছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার নিয়েঃ
ভিভো ভি ২১ ই মোবাইলটির চিপসেট দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি। সি পি ইউ থাকবে অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ থাকবে অ্যাড্রিনো ৬১৮। এই ফোনটিতে প্রসেসরটি খুব ভাল দেওয়া হয়েছে যার ফলে গেমিং এর সুবিধা পাওয়া যাবে এই ফোনটিতে। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এই মোবাইলটিতে দেওয়া হবে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। ভিভো ভি ২১ ই তে দেওয়া হবে ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এছাড়া ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.১, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ৩.৫ মিলিমটার অডিও জ্যাক এর সুবিধা। ৫ জি বিশিষ্ট ফোন হতে চলেছে এই ফোনটি। মূলত গেমিং এবং ক্যামেরার জন্য বেশি সুবিধা পাওয়া যাবে এই ফোনটিতে। নেটফ্লিক্স এর মত যায়গা থেকে অনেক ভালভাবে ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির হার্ডওয়্যার সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির মূল্য নিয়েঃ
ভিভো ভি ২১ ই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২৪,৭৬৬ টাকা। মূল্য অনুযায়ী ফোনটির ফিচার খুব ভাল দেওয়া হয়েছে। অনেক ভালমানের মোবাইলের সাথে এই ফোনটির ফিচার টেক্কা দিতে সক্ষম হবে।