একটি পৌঁছাতেই উনিক হোক যতই high-performance হোক , দিনশেষে চার্জ ফুরিয়ে গেলে সব কিছু খান্ত হয়ে যায় । সুতরাং ব্যক্তিগত মতামতের ভিত্তিতে বলছি , একটি ফোনের , গুণাবলী বিবেচনার পূর্ব শর্ত ফোনের ব্যাটারি লাইফ । এছাড়া ব্যাটারি লাইফের পাশাপাশি ফোনটিতে কত এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে , ব্যাটারি কতটুকু লং লাস্টিং , ফুল চার্জ হতে কতটুকু সময় প্রয়োজন হয় ইত্যাদি ব্যবহার গুলো খুবই গুরুত্বপূর্ণ ।
তাই চলুন জেনে নেওয়া যাক, 2021 সালের এ যাবত পর্যন্ত রিলিজ হওয়া , সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ সম্পন্ন পাঁচটি স্মার্টফোন সম্পর্কে !
তালিকায় প্রথমে রয়েছে,
১।মটো জি পাওয়ারঃ
মোটো জি পাওয়ার ব্যবহার করা হয়েছে ৫০০০ এম এ এইচের একটি লং লাস্টিং ব্যাটারি । যেটি কিনা ১৬ ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম, তাও আবার হ্যাভি ইউজে । ব্যবহার করা হয়েছে ৩০ ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন ব্যাটারি ।
২। মটো জি পাওয়ারের ২০২১ সালের এডিশন
২০২১ সালের লেটেস্ট এডিশন মোটো জি পাওয়ার ব্যবহার করা হয়েছে ৫০০০ এম এ এইচের একটি লং লাস্টিং ব্যাটারি । যেটি কিনা ১৮ ওয়াটের একটি চার্জার দিয়ে চার্জ করতে সময় লাগবে আনুমানিক ৪০ মিনিট । ব্যাটারি লাইফ টাইম ১৬ ঘণ্টার কিছুটা বেশি ।
৩।নুবিয়া রেড ম্যাজিক সিক্সঃ
সম্প্রতিক সময়ে লঞ্চ করা হয়েছ নুবিয়া রেড ম্যাজিক সিক্স ।বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে নামটি খুব একটা পরিচিত না হলেও , বরাবরের মতো এই স্মার্টফোন ব্র্যান্ড এর লঞ্চ করা স্মার্টফোনগুলো long-lasting ব্যাটারি সম্পন্ন হয় । তবে এ যাবত পর্যন্ত বাজারে আসা নুবিয়ার ফোনগুলোর ভেতরে সবচেয়ে লং লাস্টিং ব্যাটারি সম্পূর্ণ স্মার্টফোন ছিল নুবিয়া রেড ম্যাজিক সিক্স । এতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার এমএইচ এর একটি লং লাস্টিং ব্যাটারি । যেটি কিনা প্রায় আনুমানিক সাড়ে ১৩ ঘন্টা পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম । ব্যবহার করা হয়েছে ২৪ ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন ব্যাটারি । যে কোন সার্চ করতে সময় লাগে আনুমানিক ৩৫ মিনিট ।
৪। এল জি ভি ৬০
এলজির এই স্মার্টফোনটিকে ব্যবহার করা হয়েছিল একটি গেমিং প্রসেসর এবং একইসাথে কন্টেন্ট লাভারদের জন্য উপযুক্ত ছিল এই স্মার্টফোন। ফ্ল্যাগশিপ নয় তবে তার কাছাকাছি । যাইহোক এলজির এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ করা হয়েছে ২০২১ সালের শুরুর দিকে । ব্যবহার করা হয়েছে ৫০০০ এম এ এইচ এর একটি লং লাস্টিং ব্যাটারি । ফোন করতে সময় নেয় আনুমানিক এক ঘন্টা ।যেটি কিনা ফুল চার্জ এ , ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম ।
৫।আসুস আরওজি ৫
আসুসের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এম এ এইচের লং লাস্টিং ব্যাটারি । যেটি কিনা প্রায় ১১ ঘণ্টা ফোন ব্যাটারি লাইফ সম্পন্ন । ব্যবহার করা হয়েছে আঠারো ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার । যেটি দিয়ে ফোন চার্জ করতে সময় লাগবে আনুমানিক দেড় ঘন্টা ।