ডেল ২০০৯ সাল থেকে এক ফার্মওয়্যার আপডেট ড্রাইভার দিচ্ছিল গ্রাহকদের। সেনটিনেল ল্যাবসের নিরাপত্তা গবেষকদের মতে ওই আপডেটে পাঁচটি উচ্চমাত্রার ত্রুটি ছিল। ত্রুটির কারণে আক্রান্ত হয়েছে কোটি কোটি পিসি।
ডেল অবশ্য কিছুদিন আগে নিরাপত্তা প্যাচ নিয়ে এসেছে ওই সমস্যা সারাইয়ে। ত্রুটিটি মূলত পাঁচটি ত্রুটির একটি সংযোগ। ডিবিইউটিল নামের এক ফাইলে ছিল ত্রুটিটি। চারটি ত্রুটি অব্যাহতি বৃদ্ধি এবং একটি ডিনায়াল অফ সার্ভিসের সমস্যা তৈরি করত। খবর এনগ্যাজেট।