সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে তার ব্যবহারকারীদের ইসরায়েলকে সমর্থনে বাধ্য করার অভিযোগ উঠেছে। ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামে একটি পেজের মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে এই প্রতারণা করছে ফেসবুক।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেসবুকে ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামে একটি পেজ রয়েছে, যার ফলোয়ার (লাইকার) সংখ্যা ৭৬ মিলিয়ন বা সাড়ে ৭ কোটিরও বেশি। পেজটি থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন প্রচারণা চালানো হয়। একইসঙ্গে, ফিলিস্তিনিদের নিয়ে বিভিন্ন গুজবও প্রচার করে পেজটি। কিন্তু পেজটিতে ব্যবহারকারীদের কোনো অনুমতি ছাড়াই তার লাইক যুক্ত করছে ফেসবুক।
উদাহরণসরূপ বলা হয়, কোনো একজন ফেইসবুক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করামাত্র পেজটিতে অটো একটি লাইক যুক্ত হবে। এক্ষেত্রে ব্যবহারকারীর কোনো অনুমতি নেবে না ফেসবুক।
RPWPA নামে রেডিডিডের একটি অ্যাকাউন্ট থেকে এই অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক পেইজ সাইবার-৭১ একটি লেখায় বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেটি পাঠকদের তুলে ধরা হলো:
‘‘Jerusalem Prayer Team নামে একটি পেজ নিয়ে অনেক এর মধ্যে বিভ্রান্তি কাজ করছে এবং করবে এজন্য দ্রুত এটি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলোঃ
এই পেজটি ইহুদিদের একটি কমিউনিটি পরিচালনা করে। পেজটি খোলা হয় জানুয়ারীর ১৪ তারিখ ২০১০ সালে। তারা প্রতিবছর যখনই ফিলিস্তিনে ঝামেলা সৃষ্টি হয় তখন যারা ফিলিস্তিন কে নিয়ে পক্ষে বিপক্ষে যারাই পোস্ট করে তাদেরকে টার্গেট অডিয়েন্স হিসেবে তাদের পেজ “Boost” করে। মানে ফেসবুকে Ads দেয় আরকি।
এখন অনেক মানুষ না বুঝে শুধু মাত্র জেরুজালেমে নাম দেখেই পেজটিতে লাইক দিয়ে দেয় এবং সেটা ২০১০ থেকেই করে আসতেছে আর রেগুলার তো দিচ্ছেই কারণ এরাও থেমে নেই এইসব ঘটনা চলাকালীন সময় ধুমিয়ে “Boost” করে। সাধারণ মানুষ ও ধর্মীয় আবেগ এ না বুঝে লাইক দিয়ে ফেলে।
পেজটি মূলত পরিচালক করা হয় “United State” থেকে এটির Business Account Information এটাই বলে। United States থেকে ১৩ জন এবং Israel থেকে ৩ জন পুরো Community Page টি নিয়ন্ত্রণ করে। অনেকেই অতীতে না বুঝে লাইক দিয়ে এখন যখন হঠাৎ দেখছেন তখন মনে হচ্ছে আরে আমি তো লাইক দেইনি নিজে নিজেই হয়েছে।
আপনার এই ধারণা আসলে ভুল পেজটির Ads Information এ দেখলেই বুঝবেন এরা বিশাল ফান্ডিং নিয়ে নেমেছে শুধু মাত্র Audience বাড়ানোর জন্য।
যাইহোক অতীতে লাইক দেওয়ার কারণেই আপনার লাইক কিংবা ফলোটি দেখা যাচ্ছে। তাই যারা অলরেডি লাইক দিয়েছে তারা Unlike এবং Unfollow করে দিন। এই নিয়ে তর্ক বির্তক সৃষ্টি না করে সঠিক তথ্য সবাইকে জানার জন্য পোস্টটি কপি, পেস্ট কিংবা শেয়ার করুন।
লেখকঃ আব্দুল্লাহ আল জাবের (পরিচালক – সাইবার ৭১)’’