ত্বক, চুল ও নখের হাল অবস্থা জানা জানাতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি টুল আনছে গুগল। এটি চালু হলে ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা আরেক ধাপ এগিয়ে যাবে।
টেক জায়েন্ট গুগল জানিয়েছে, প্রতি বছর ১০ বিলিয়ন মানুষ ত্বক, চুল ও নখের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান। এসব সমস্যার ডিজিটাল সমাধানে প্রায় ৩ বছর ধরে কাজ করেছে গুগল। বিভিন্ন জটিল সব সমস্যার ৬৫ হাজার ছবির ডেটাসেটও তৈরি করেছে।
গুগলে টুলটির মাধ্যমে রোগীর সংশ্লিষ্ট অংশের ছবি চিকিৎসককে পাঠালে তা পর্যালোচনা করে এআই সম্ভাব্য সমস্যা বা রোগ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে। কোনো রোগী তার ত্বক, চুল ও নখ সংক্রান্ত কোনো সমস্যায় ভার্চুয়ালি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেই সমাধান পাবেন বলে আশা প্রকাশ করছেন গবেষকরা।
ব্রিটেনের একজন ক্যান্সার বিশেষজ্ঞ বলেছেন, এআই প্রযুক্তির কল্যাণে চিকিৎসকরা আরো কার্যকরভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবেন।
এরই মধ্যে স্বাস্থ্যবিষয়ক টুলটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এমনকি ইউরোপীয় দেশগুলোতে ব্যববহারের জন্য অনুমোদনও পেয়েছে।
গুগল আইও সংশ্লিষ্ট ডেভেলপারদের বাৎসরিক সম্মেলনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ এই টুল আনার ঘোষণা দেয়। চলতি বছরের শেষ দিকে টুলটিকে অ্যাপ আকারে অবমুক্ত করা হবে।