নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে চমকে দেয়া সংবাদ দিলেন মাইক্রোসফট কর্তৃপক্ষ। সম্প্রতি এক ভার্চুয়াল ডেভেলপার কনফারেন্সে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা জানান, শিগগিরই উইন্ডোজের পরবর্তী জেনারেশন লঞ্চ হবে। খবর সিনেট।
যদিও নতুন উইন্ডোজ নিয়ে তেমন বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। ভার্চুয়াল ওই কনফারেন্সে নাদেলা জানান, এ নতুন আপডেটের ফলে ডেভেলপারস ও ক্রিয়েটরদের জন্য আর্থিক সুযোগের ক্ষেত্র তৈরি হবে। উইন্ডোজ নতুন আপডেটের পরে, উইন্ডোজ অ্যাপ স্টোরে এবার থার্ড পার্টি অ্যাপ স্টোরকেও অনুমতি দেবে বলে মনে করা হচ্ছে।
মাইক্রোসফট সিইও আরো জানান, আমি নিজে কয়েক মাস ধরে এ প্রোজেক্টে কাজ করছি। আগামী জেনারেশনের উইন্ডোজ নিয়ে আমি সত্যিই উৎসাহী। আর আমরা ডেভেলপাররা প্রতিশ্রুতি দিচ্ছি যে নতুন আপডেট উইন্ডোজ ডেভেলপারদের জন্য আরো বেশি সুযোগ তৈরি করে দেবে। এছাড়া আমরা উদ্ভাবনী কন্টেন্ট ক্রিয়েটরদের স্বাগত জানাব।
পছন্দের যেকোনো পণ্য সব থেকে কমদামে অর্ডার করলতে ক্লিক করুন
গুঞ্জন চলছিল, বেশ কয়েক মাস ধরে মাইক্রোসফট তার অ্যাপ স্টোরটি আপডেট করার ওপরে কাজ করছে। আর একই মাইক্রোসফট বেসিক অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসও বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এবার মাইক্রোসফট অ্যাপ স্টোরে থার্ড পার্টি ডেভেলপাররাও নিজেদের অ্যাপ তৈরি করে এতে অন্তর্ভুক্ত করতে পারবে।