চলতি বছরের শেষে বিশ্বজুড়ে চলমান চিপ সংকট দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মেক্সিকোর গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংস্থা ন্যাশনাল অটো পার্টস ইন্ডাস্ট্রি (আইএনএ)। খবর রয়টার্স।
বর্তমানে আধুনিক গাড়ি থেকে শুরু করে টাচস্ক্রিন প্যানেল, ড্রাইভার অ্যাসিস্ট, নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিকস পণ্যসহ নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহূত ডিভাইসের জন্য চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।
উত্তর আমেরিকাতে চিপের যে সংকট তৈরি হয়েছে তার জন্য এ অঞ্চলের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে মে মাসে সাড়ে ১১ লাখের বেশি ইউনিট গাড়ি উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে। আইএইচএস মারকিট সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এক সাক্ষত্কারে ন্যাশনাল অটো পার্টস ইন্ডাস্ট্রির (আইএনএ) বৈদেশিক বাণিজ্য প্রধান অ্যালবার্টো বুস্টামান্টে বলেন, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে চিপের যে সংকট রয়েছে, তা কমতে শুরু করবে এবং ডিসেম্বর নাগাদ তা স্বাভাবিক হয়ে যাবে। গত বছর করোনার কারণে উত্তর আমেরিকার গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কয়েক মাসের জন্য তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে অনেক গাড়ির চাহিদা থাকলেও সেগুলোর সরবরাহ বন্ধ হয়ে যায়।
বুস্টামান্টে জানান, করোনার কারণে গত বছর মেক্সিকোর গাড়ি উৎপাদন ২০ শতাংশ কমে যায়। চলতি বছর এ খাতে ১৮ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে উৎপাদন খাতে ৯ হাজার ২৪০ কোটি ডলার আয়ের পাশাপাশি ২০২২ সাল নাগাদ এ খাতের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও জানান তিনি।