লেনোভো এবার বেশ কয়েকটি ট্যাব একসাথে লঞ্চ করতে চলেছে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে লেনোভো ইয়োগা ট্যাব ১৩। আজকে আমরা আলোচনা করবো এই ট্যাবটি নিয়ে। এতে দেওয়া হয়েছে অসাধারণ ফিচার যার ফলে খুব ভাল পারফর্ম করবে ট্যাবটি। অসাধারণ হতে চলেছে এই ট্যাবটি।
চলুন দেখে নেওয়া যাক এই ট্যাবটির স্পেসিফিকেশনঃ
লেনোভো ইয়োগা ট্যাব ১৩ তে দেওয়া হয়েছে ১৩ ইঞ্চি বিশিষ্ট এল টি পি এস ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১২৬০X১৩৫০ এবং এই ট্যাবটির ওজন দেওয়া হয়েছে মাত্র ৮৩০ গ্রাম। ৬০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে উক্ত ট্যাবটির। এছাড়া এর ডিসপ্লে ব্রাইটনেস দেওয়া হয়েছে ৪০০ নিটস। লেনোভো ইয়োগা ট্যাব ১৩ তে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ এস ও সি প্রসেসর। এবং এর র্যাম দেওয়া হয়েছে ৮ জিবি ও স্টোরেজ দেওয়া হয়েছে ১২৮/২৫৬ জিবি। এই ট্যাবটির সাথে দেওয়া হয়েছে ১০,০০০ এম এ এইচ এর ব্যাটারি এবং ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। উক্ত ল্যাপটপটি ১২ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দিবে। লেনোভো ইয়োগা ট্যাব ১৩ তে দেওয়া হয়েছে ওয়াই ফাই ৬, ৩ টি মাইক্রোফোন, জে বি এল এর অডিও যার ফলে অসাধারণ সাউন্ড পাওয়া যাবে এখান থেকে।
লেনোভো ইয়োগা ট্যাব ১৩ এর মূল্যঃ
এই ট্যাবটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ৮০,৮৯৪ টাকা মাত্র। শুধুমাত্র শ্যাডো ব্ল্যাক রঙ এ পাওয়া যাবে এই ট্যাবটি।