ভুয়া রিভিউর মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি বৃদ্ধির অসাধু চেষ্টার অভিযোগে বেশকিছু কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি করলেও অ্যামাজন প্লাটফর্মে দেখা যাচ্ছে কথিত নিষিদ্ধ ব্র্যান্ড আউকির ইয়ারবাডস।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রযুক্তি প্রতিবেদক জানান, দুই সপ্তাহ আগে অ্যামাজনের পিআর বিভাগকে অবহিত করেছি যে তাদের প্লাটফর্মে নিষিদ্ধ ব্র্যান্ড আউকি ও এমপাউয়ের পণ্য রয়েছে। আউকি তাদের সাব-ব্র্যান্ড কি সিরিজের মাধ্যমে বেশ কয়েকটি তারবিহীন ব্লুটুথ হেডফোন বিক্রি করছে।