সম্পূর্ণ নতুন ডিজাইনে বাজারে রেনো ৬ স্মার্টফোনের ফোরজি সংস্করণ নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। নতুন স্মার্টফোনটি ফোরজি প্রযুক্তি সুবিধাসংবলিত। এর আগে এ হ্যান্ডসেটের ফাইভজি সংস্করণ এনেছিল প্রতিষ্ঠানটি।
অপো রেনো ৬ ফোরজি স্মার্টফোনে কালারওএস ১১.১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ প্রদান করা হয়েছে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্রদান করা হয়েছে। যার রেজল্যুশন ১০৮০✕২৪০০ পিক্সেল। এর স্ক্রিন টু বডি রেশিও ৯১ দশমিক ৭ শতাংশ। এর পিক্সেল ডেনসিটি ৪১০ পিপিআই।
রেনো ৬ ফোরজি স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর প্রদান করা হয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রদান করা হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। ক্যামেরার দিক থেকে রেনো ৬ ফোরজিতে কোয়াড সেটআপ প্রদান করা হয়েছে। প্রাথমিক হিসেবে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেই সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের মনোক্রম লেন্স রয়েছে। ফোনের সম্মুখে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
ফোনটিতে ৪ হাজার ৩১০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ভিওওসি ৪.০ সুবিধা থাকায় কম সময়ে এ ব্যাটারি ফুল চার্জ করা যাবে। স্মার্টফোনটিতে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে।
বাজারে স্টেলার ব্ল্যাক ও অরোরা এ দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩০ হাজার থেকে ৩৭ হাজার টাকার মধ্যে।