আকাশে বিজ্ঞাপন দেখানোর লক্ষ্যে বড় বিজ্ঞাপনী কৃত্রিম উপগ্রহ পাঠাবে ইলন মাস্কের স্পেসএক্স। ফ্যালকন ৯ রকেটে কৃত্রিম উপগ্রহটি পাঠাতে কানাডিয়ান স্টার্টআপ জিওমেট্রিক এনার্জি কর্পোরেশনের (জিইসি) সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, ফ্যালকন ৯ রকেট চাঁদে যাওয়ার আগে কৃত্রিম উপগ্রহটিকে পৌঁছে দেবে।
ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট বলছে, স্পেসএক্সের ওই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আকাশে নিজ প্রতিষ্ঠানের লোগো ও অন্যান্য প্রচারণা কন্টেন্ট দেখাতে পারবেন আগ্রহী বিজ্ঞাপনদাতারা।
কৃত্রিম উপগ্রহটিকে ২০২২ সালে পৌঁছে দেওয়া হবে বলে বিজনেস ইনসাইডারকে জানিয়েছেন জিইসি –এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যামুয়েল রেইড। এর পর্দায় পিক্সেল স্থাপন ও নকশা করার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টোকেন কিনতে হবে।
পিক্সেল সংশ্লিষ্ট পাঁচটি টেকেন কেনা যাবে: পর্দায় বিজ্ঞাপন স্থাপনের জন্য বেটা ও রো, রং ও উজ্জ্বলতার জন্য গামা ও কাপা এবং সময়সীমার জন্য এক্সআই। ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে কেনা যাবে টোকেনগুলো।
বিজ্ঞাপনগুলো কতোটা বড় হতে পারে বা কয়টি বিজ্ঞাপন একই সময়ে দেখানো যাবে তা এখনও জানা যায়নি। স্থানীয় পুষ্প ও জীব বৈচিত্র্যে উজ্জ্বল বিজ্ঞাপনের কী প্রভাব পড়বে বা এর জন্য প্রয়োজনীয় শক্তির বিষয়গুলোও এখনও অজানা। এ ব্যাপারে ইনডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি জিইসি বা স্পেসএক্স।