শিগগিরই বিশ্বের সব পিক্সেল ফোনে কল রেকর্ডিং ফিচার চালু করবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সম্প্রতি নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কল রেকর্ডিং ফিচার নিয়ে সম্প্রতি টুইট করেছেন ভারতের এক গ্রাহক। ভারতে গুগল পিক্সেল ৪এ ফোনে এরই মধ্যে যে এ ফিচার চলে এসেছে, তা টুইটে স্পষ্ট হয়ে উঠেছে। এ ফিচার চালু অবস্থায় যখনই কোনো কল অপর প্রান্তে যুক্ত হবে, তখনই প্যানেলে রেকর্ড লেখা একটি বাটন দেখা যাবে। পিক্সেল ফোনে এ ফিচার চালু হয়েছে কিনা, সেটি দেখার জন্য গুগল ফোন অ্যাপ চালু করতে হবে। এরপর সেখান থেকে সেটিংসে প্রবেশ করলে কল রেকর্ডিং অপশন দেখা যাবে।
ফিচারটির সঙ্গে অটো ডিলিট অপশনও রয়েছে। এর ফলে নির্ধারিত সময় পরপর ফোনে সেভ হওয়া রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ব্যবহারকারীরা ৭ দিন, ১৪ দিন অথবা ৩০ দিন পরপর স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডকৃত ফাইল মুছে ফেলার সেটিংস নির্ধারণ করতে পারবেন।
কল রেকর্ডিং ফিচারটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছাড়া হচ্ছে। যে কারণে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ এখনো এ ফিচার পায়নি। অন্যদিকে, গুগল অ্যান্ড্রয়েড ১২-এর চতুর্থ বেটা ভার্সন উন্মুক্ত করেছে। সর্বশেষ এ আপডেটে অপারেটিং সিস্টেমে কিছু গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ পরিবর্তন আনা হয়েছে। অ্যান্ড্রয়েড ১২-এর এ নতুন বেটা ভার্সনে মাল্টিটাস্কিং মেন্যুতে ইমেজ যুক্ত করা হয়েছে। ইমেজে ক্লিক করেই যে কেউ সহজে গুগল লেন্স, কপি, শেয়ার ও সেভ অপশন ব্যবহার করতে পারবেন।