প্রযুক্তি বাজারে আরও একটি নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে এসেছে । এই নতুন ল্যাপটপ টির নাম হল হিরো বুক প্রো প্লাস। এই ল্যাপটপে থাকছে ৮ জিবি র্যাম এর পাশাপাশি থাকছে ৩৮ ডব্লিউ এইস ব্যাটারি।
চলুন জেনে নেয়া যাক এই ল্যাপটপের সকল স্পেসিফিকেশন:
এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছের উইন্ডোজ টেন হোম।এতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল সেলেরন জে৩৪৫৫ প্রসেসর ।এতে গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল এইচ ডি গ্রাফিক্দি৫০০। এতে থাকছে ১৩.৩ ইঞ্চির একটি এফ এইচ ডি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন হলো ৩২০০*১৮০০ মেগাপিক্সেল। মেমোরি হিসেবে এই ল্যাপটপে থাকছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এখানে কোন অ্যাডিশনাল অফিস সফটওয়্যার থাকবে না। এখানে থাকছে ৩৮ ডব্লিউ এইস ব্যাটারি ।এতে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি।এবং এখানে ৪৫ মিনিটের মধ্যে ৫০% চার্জ ব্যাকআপ পাওয়ার আশা করা যাচ্ছে। এই ল্যাপটপের কালার হিসেবে থাকছে স্পেস গ্রে কালার। এখানে থাকছে ফুল সাইজ কিবোর্ড । এখানে ওয়েবক্যাম হিসেবে থাকছে ৭২০ এইচডি ওয়েবক্যাম এবং সাথে থাকছে উইন্ডোজ হ্যালো সাপোর্ট । ল্যাপটপের বডি ডাইমেনশন হল ৩৩.০০*২২.০৮*১.৮৫ সেন্টিমিটার। এই ল্যাপটপটি ওজন হলো ১.১৬ কেজি
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে:
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ২৮৪০০ টাকা।