অগাস্টের দ্বিতীয় সপ্তাহে নতুন গ্যালাক্সি জেড ফোল্ড৩-এর ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং। আগের মডেলের তুলনায় জেড ফোল্ড৩-এর ব্যাটারি ক্ষমতা যে কিছুটা কম, সেই বিষয়টি নজরে এসেছিলো ভক্তদের অনেকের। কম ক্ষমতা সম্পন্ন ব্যাটারি নিয়েও জেড ফোল্ড৩-এর ডিসপ্লে ব্যাটারি খরচ ২৫ শতাংশ কমায় কীভাবে, তার ব্যাখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
গ্যালাক্সি জেড ফোল্ড২ এ ছিলো চার হাজার পাঁচশ’ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কিন্তু জেড ফোল্ড৩ এর ব্যাটারি চার হাজার চারশ’ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। জেড ফোল্ড৩-তে আরও আছে ১২০ হার্জের ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। এই সব মিলিয়ে ব্যাটারির স্থায়িত্ব কম হবে বলে আশঙ্কা করছিলেন সাধারণ ব্যবহারকারীরা।
কিন্তু স্যামসাং বলছে উল্টো কথা। নতুন ডিসপ্লে প্রযুক্তির কারণে ব্যাটারি খরচ ২৫ শতাংশ কম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্যামসাং ডিসপ্লে নিউজরুমের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, স্যামসাংয়ের নতুন ইকো টু ওএলইডি ডিসপ্লে প্রযুক্তির কারণে শুধু ব্যাটারি খরচ ২৫ শতাংশ কমবে না, বরং পর্দার উজ্জ্বলতা বাড়বে ৩৩ শতাংশ।
স্যামসাং জানিয়েছে, ইকো টু ওএলইডি ডিসপ্লেতে ‘ইন্টিগ্রেটেড পোলারাইজার’ ব্যবহার করা হয়েছে। আগে ওএলইডি ডিসপ্লে এবং ডিসপ্লের উপরের স্তরে থাকা স্যামসাংয়ের ‘আল্ট্রা-থিন গ্লাস (ইউটিজি)’র মাঝে অস্বচ্ছ প্লাস্টিকের স্তর হিসেবে থাকতো ওই ‘পোলারাইজার’। বাহ্যিক আলোর প্রতিফলন ঘটিয়ে উজ্জ্বল সেটিংয়েও স্মার্টফোনের ব্যবহার সহজ করতো প্লাস্টিকের ওই স্তরটি। ইকো টু ওএলইডি ডিসপ্লের ক্ষেত্রে এটি আলাদা স্তর হিসেবে না রেখে মূল পর্দার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
নতুন স্মার্টফোনে পুরোনো প্রযুক্তির অভিনব ব্যবহার প্রসঙ্গে স্যামসাং বলছে, “প্রচলিত পোলারাইজার প্যানেলের উপরের স্তরে একটি কালো ফিল্ম যোগ করে। এর ফলে বেশি আলো প্রয়োজন হতো ডিভাইসের”। এতে পর্দার উজ্জ্বলতা যেমন বাড়িয়ে রাখতে হতো, তেমনি ব্যাটারি খরচও হতো বেশি।
নতুন ইকো টু ওএলইডি ডিসপ্লে অস্বচ্ছ প্লাস্টিকের বাড়তি স্তর ছাড়া একই ফল পায় এর “উদ্ভাবনী পিক্সেল কাঠামোর উপর নির্ভর করে”। আর এই কারণেই ২৫ শতাংশ কম ব্যাটারি খরচে ৩৩ শতাংশ বেশি উজ্জ্বলতার কথা বলছে স্যামসাং।
অস্বচ্ছ প্লাস্টিকের বাড়তি স্তর বাদ দেওয়ার ফলে স্মার্টফোন নির্মাণে প্লাস্টিকের ব্যবহারও কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্যামসাং।