হুয়াওয়ের কাছে অটো চিপ বিক্রি অনুমোদনের কারণে চলতি সপ্তাহে বেশ সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওই সমালোচনার জবাবে বলেন, হুয়াওয়ের প্রতি মার্কিন নীতি শিথিল কিংবা সংশোধন হয়নি। ফাইভজি প্রযুক্তির মতো অগ্রসর প্রযুক্তিতে কঠোর বিধিনিষেধ বলবৎ রয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার আওতায় থেকেই কম গুরুত্বপূর্ণ প্রযুক্তি লেনদেন হতে পারে।
অবশ্য রিপাবলিকান আইনপ্রণেতারা বলছেন, মার্কিন স্বার্থরক্ষায় ফের ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। রয়টার্স