চলতি ইলিশের মৌসুমকে কেন্দ্র করে চাঁদপুর নদী অঞ্চলের মৎস্যজীবীদের আহরিত ইলিশ মাছ অনলাইনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
এটু্আই-এর একশপ এবং চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার অনলাইনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
বিশেষ অতিথি হিসেবে এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান এবং এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (ই-গভর্নেন্স অধিশাখা) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘দেশের প্রত্যেকটি জেলারই নিজস্ব সাংস্কৃতিক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি জেলার স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরার প্রয়াসে জেলা ব্র্যান্ডিং কার্যক্রম গ্রহণ করে এটুআই। বিভিন্ন জেলার ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে এরই মধ্যে প্রত্যেক জেলা স্ব-স্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ব্র্যান্ডিং বই প্রকাশ করেছে।’
জেলা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে চাঁদপুর জেলা অগ্রণী ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইলিশ শুধু চাঁদপুরের সম্পদ নয় সারাদেশের সম্পদ এবং সারাবিশ্বের সম্পদ। ইলিশের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ইলিশ মাছের তুলনা শুধু ইলিশই। একে অন্য কোনো মাছের সাথে তুলনা করা যায় না। নতুন এ ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে কেনা মাছ কোথাকার তা যাচাই করার সুযোগ দিচ্ছে। ফলে প্রতারিত হওয়ার সুযোগ কমে আসবে বলে আশা করা যায়। ইলিশকে সকলের কাছে তুলে ধরতে চাঁদপুর জেলা প্রশাসনের স্থাপিত ইলিশ মিউজিয়াম আরও গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে।’
জেলা ব্রান্ডিংয়ের শুরু থেকেই চাঁদপুর সক্রিয় অবদান পালন করে আসায় জেলা সংশ্লিষ্ট সকলকে ধন্যবান জানান তিনি।
এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ড. আব্দুল মান্নান বলেন, ‘বাংলাদেশের পণ্য যেন দেশে ও বিদেশে ব্র্যান্ডিং করা যায় সে জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই। আমরা আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন তুলে ধরার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। জেলা ব্রান্ডিংয়ের ক্ষেত্রে চাঁদপুর জেলার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা ব্র্যান্ডিং বুক অগ্রগণ্য ভূমিকা পালন করছে।’
বিশেষ অতিথির বক্তব্যে এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ইলিশের জেলা চাঁদপুরের পণ্য ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ইলিশ সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় মার্চ ও এপ্রিল মাসে জাটকা নিধন বন্ধের কর্মসূচি পালন করা হয়। এছাড়াও মা ইলিশ মাছ রক্ষায় জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করছে চাঁদপুরের জেলা মৎস্য অধিদপ্তর। এছাড়া জেলা ব্র্যান্ডিংয়ের উপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ব্র্যান্ডিং মিউজিয়াম রয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ মিউজিয়াম পরিদর্শনের মাধ্যমে তারা জেলা সম্পর্কে জানতে পারছেন।’
‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইনের মাধ্যমে চাঁদপুর জেলার প্রায় ১০০০ মৎস্যজীবীদের কাছ থেকে ইলিশ সংগ্রহ করে ঢাকার ক্রেতাগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ঢাকার ক্রেতারা একশপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ইলিশ মাছ কিনতে পারবেন। একশপের পাশাপাশি বেসরকারি খাতের ই-কমার্স সাইট চালডাল ডট কম, ইভ্যালি, পারমিডা, খাস ফুডেও পাওয়া যাবে এই ক্যাম্পেইনের ইলিশ। এই ক্যাম্পেইনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ই-ক্যাব ও উইম্যান অ্যান্ড এন্টারপ্রেনার্স প্ল্যাটফর্ম এবং প্রমোশনে কাজ করছে ফোর্থ ওয়াল কমিউনিকেশনস।
অনলাইন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, ইউএনডিপির ন্যাশনাল কনসালটেন্ট সারাহ জিতা, উইম্যান ইন ই-কমার্স প্ল্যাটফর্মের নাসিমা আক্তার নিশা, লজিস্টিক কোম্পানি ই-কুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল, আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি মো. শামসুজ্জামান, এটুআই-এর হেড অব ই-কমার্স রেজোয়ানুল হক জামি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।