সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মানুষ পড়ছেন বন্ধুত্বের প্রতারণা চক্রে। অনেকেই অচেনা প্রোফাইলের অনুরোধে সাড়া দেন। তারপর আসে চ্যাট রিকোয়েস্ট। তারপর হঠাৎ একদিন ভিডিও কল। এরপরই ঘটে বিপদ। অভিযোগ ভিডিও কল ধরলেই স্ক্রিনে দেখা যাচ্ছে, অশালীন পোশাকে এক মহিলাকে। প্রথমে থতমত খেয়ে যাচ্ছেন অনেকেই। ফাঁদে পড়ে গেছেন বুঝে ওঠার আগেই কাজ সেরে ফেলছেন প্রতারকরা।
কলের ওপারের ব্যক্তির ছবি নিয়ে তারা বিকৃত করে বসিয়ে দিচ্ছেন অশালীন ছবিতে। তারপর আসছে ব্ল্যাকমেল করে ফোন।
বলা হচ্ছে, তার বিকৃত-আশালীন ভিডিও ফাঁস করে দেওয়া হবে চেনা পরিচিতদের কাছে। কখনও আবার হুমকি দেওয়া হয়, ভিডিও কলের ওই মহিলার সঙ্গে তার অশালীন ছবি পুলিশের হাতে রয়েছে।
অজানা- অচেনা প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। কারও বন্ধুত্বের প্রস্তাব মেনে নেওয়ার আগে দেখুন কোনও যোগসূত্র খুঁজে বের করতে পারেন কিনা।
আপনার কোনও বন্ধুর সঙ্গে কি তার বন্ধুত্ব আছে ? অচেনা কারও চ্যাট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, ভিডিও চ্যাট তো নয়ই।
ভিডিও চ্যাট অ্যাকসেপ্ট করার হলে আগে আপনার ক্যামেরাটি অফ রাখুন। তা যদি করতে না পারেন, ব্ল্যাক টেপ দিয়ে ক্যামেরা ঢেকে রাখুন।
কোনওভাবে ফাঁদে পড়ে গেলে কোনওভাবেই টাকা দেবেন না। লজ্জা ভুলে পুলিশের দ্বারস্থ হোন। জানবেন আপনি একা নন, অনেকেই এইরকম প্রতারণার শিকার।