চীনে লঞ্চ হল অপো’র নতুন সাব-ব্র্যান্ড Reno। ১০ এপ্রিল ব্র্যান্ডটির প্রথম ফোন লঞ্চ হবে। প্রথম ফোন লঞ্চের দিন ছাড়াও ব্র্যান্ডের লোগো সামনে এনেছে চীনের কোম্পানিটি। তবে নতুন ব্র্যান্ড সম্পর্কে বেশি তথ্য জানায়নি আপো।
Reno ব্র্যান্ডের রঙিন লোগো দেখে মনে হচ্ছে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই ব্র্যান্ড লঞ্চ করা হয়েছে। তরুণ প্রজন্মের চাহিহার কথা মাথায় রেখেই ফিচারে ভরা স্মার্টফোন নিয়ে আসতে পারে নতুন ব্র্যান্ড।
ভাই ভাই প্রেসিডেন্ট ব্রিয়ান শেন চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Reno ব্র্যান্ডের লোগো পোস্ট করেছেন। চীনে ১০ এপ্রিল ব্র্যান্ডটি অধীনে প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। শেন জানিয়েছেন গোটা বিশ্বের গ্রাহকের কথা মাথায় রেখে এপ্রিল মাসে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে অপো। এছাড়াও সোশ্যাল মিডিয়াল একটি ছবি পোস্ট করেছে ব্রিয়ান। সেই ছবিতে ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে।
খুব অল্প সময়ের মধ্যেই ভারতে দারুন সাফল্য পেয়েছে অপো। চীনে একই ধরনের সাফল্যের জন্য নতুন ব্র্যান্ড লঞ্চ করলো অপো।