মিকম্প পর্যবেক্ষণে নতুন পেটেন্ট পেয়েছে চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। সিএন১১৩৪০৬৬৯৬এ পাবলিকেশন নম্বরে মেথড অ্যান্ড ইকুইপমেন্ট ফর রিয়েলাইজিং সিসমিক মনিটরিং অব মোবাইল ডিভাইস নামে এর অনুমোদন দেয়া হয়েছে।
এ পেটেন্ট এমন একটি পদ্ধতির বর্ণনা দেয়, যার মাধ্যমে মোবাইল ডিভাইস থেকে সিসমিক কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে। সাপোর্ট স্ট্রাকচার অব ফ্লেক্সিবল স্ক্রিন, ফ্লেক্সিবল স্ক্রিন স্ট্রাকচার অ্যান্ড টার্মিনাল ইকুইপমেন্ট নামে এ পেটেন্টের টাইটেল দেয়া হয়েছে।