হারমোনি ওএস ও ওপেনইউলার নামের নতুন দুটি অপারেটিং সিস্টেম নিয়ে একই সঙ্গে কাজ করছে চীনের অন্যতম প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। স্মার্ট টার্মিনাল, আইওটি টার্মিনাল ও ইন্ডাস্ট্রিয়াল টার্মিনালে হারমোনি ওএস ব্যবহার করা হবে। অন্যদিকে সার্ভার, এজ কম্পিউটিং ও ক্লাউড অবকাঠামো নির্মাণে ওপেনইউলার ব্যবহার করা হবে। খবর গিজমোচায়না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক জু ঝিজুন বলেন, দুটি অপারেটিং সিস্টেমই গ্লোবাল টাইমসের মাধ্যমে ওপেন সোর্স হিসেবে ব্যবহার করা যাবে। সাধারণ প্রযুক্তি পণ্যের জন্য চীনের নিজস্ব কোনো অপারেটিং সিস্টেম নেই। এ ওএসগুলো চালু হলে চীনের দীর্ঘদিনের এই আক্ষেপ ঘুচবে।
২০১৯ সালে প্রথম ওপেনইউলার প্রোগ্রামের বিষয়ে ঘোষণা দিয়েছিল হুয়াওয়ে। তবে প্রতিষ্ঠানটি বর্তমানে ওপেনইউলারের নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরের অংশ হিসেবে হুয়াওয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।
এরিক জু ঝিজুন বলেন, রূপান্তরের এ উদ্যোগ খুবই বেদনাদায়ক। কেননা পুরো ব্যবসার মডেলই পরিবর্তন করে ফেলতে হচ্ছে। তবে খুশির সংবাদ হচ্ছে, আমরা ধীরে ধীরে পরিবর্তন হয়েছি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার রদবদলের কারণে এ উদ্যোগ বাস্তবায়নে দেরি হচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি হুয়াওয়ে কানেক্ট ২০২১ অনুষ্ঠানে গ্রাহকদের জন্য পাবলিক সার্ভিস, পরিবহন, ব্যাংকিং, শক্তি ও উৎপাদন খাতে ১১টি নতুন দৃশ্যভিত্তিক সমাধানের কথা প্রকাশ করেছে চীনের এ প্রযুক্তি জায়ান্ট।