চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হিসেবে যাত্রা করেছিল অনর। গত বছরের নভেম্বরে ঝিক্সিন নিউ ইনফরমেশন টেকনোলজি প্রতিষ্ঠানের কাছে এর স্বত্ব বিক্রি করে দেয় হুয়াওয়ে। এরপর অন্যতম স্বাধীন ব্র্যান্ড হিসেবে সামনে এগোতে থাকে অনর। অফলাইন মার্কেটে নিজেদের অবস্থান মজবুত করতে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি। এর অংশ হিসেবে এবার চীনে ৩০০টি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে এ প্রতিষ্ঠান। খবর গিজমোচায়না।
অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এ এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপনের কাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্টোরগুলোতে গ্রাহকরা অনরের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের ম্যাজিক ৩ স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি নতুন মাল্টি ক্যামেরা ফিউশন কম্পিউটিং ফটোগ্রাফি প্রযুক্তিও ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তবে শুধু সুজহাউ, শ্যাংডু, সাংহাই এবং চাংশা অঞ্চলের প্রিমিয়াম স্টোরগুলোতে এ স্টোরগুলো থাকবে।
স্বাধীন ব্র্যান্ড হিসেবে যাত্রার পর প্রতিষ্ঠানটি চলতি বছরের জানুয়ারিতে অনর মল নামে অনলাইন স্টোর চালু করে। স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট ডিসপ্লে, নোটবুক, ইয়ারফোন, স্মার্টওয়াচসহ অন্যান্য ডিভাইস বিক্রির উদ্দেশ্যেই এ অনলাইন স্টোর চালু করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে অফলাইন স্টোর চালুর পাশাপাশি প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে হাজার হাজার ব্রিক অ্যান্ড মর্টার স্টোর নির্মাণে কাজ করছে বলে জানা গেছে। ২০২১ সালের আগস্টের তথ্যানুযায়ী, বছরের শুরুর সময়ের তুলনায় বর্তমানে হুয়াওয়ের এক্সপেরিয়েন্স স্টোরের পরিমাণ ৬৮ শতাংশে পৌঁছেছে।