অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপসে নতুন কিছু ফিচার যুক্ত করতে যাচ্ছে ওয়েব ব্রাউজার প্রতিষ্ঠান মজিলা ফায়ারফক্স। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরো সহজে ও নিরাপদে তাদের ব্যবহূত অ্যাপসে লগ ইন করতে পারবেন।
নতুন এ আপডেটের ফলে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডে ফায়ারফক্স ব্যবহারের ক্ষেত্রে ব্যবহূত পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী অ্যাপসে অটোফিল ফিচারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে তাদের ফেস ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের মাধ্যমে অ্যাপ আনলক করতে পারবেন বলে এনগ্যাজেটের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে।
অ্যাপসে লগইনের ক্ষেত্রে যেসব তথ্য বা ক্রেডেনশিয়ালের প্রয়োজন হয়, সেগুলো সংরক্ষণের জন্য ফায়ারফক্সে আগে থেকেই লকবক্স ফিচার চালু রয়েছে। কিন্তু গুগল ক্রোম ব্যবহার করে যেভাবে সহজে যেকোনো সাইটে বা অ্যাপসে প্রবেশ করা যায়, ফায়ারফক্সে সে সুবিধা নেই।
আপডেটের পর যখন কোনো ব্যবহারকারী অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ব্যবহার করবেন তখন নতুন পাসওয়ার্ড যুক্ত করতে পারবেন এবং সরাসরি ফায়ারফক্স ব্রাউজারে তা সংরক্ষণ করতে পারবেন। এরপর এটি মোবাইল ও কম্পিউটার দুটি ডিভাইসেই সংরক্ষিত থাকবে। সংরক্ষিত তথ্যভাণ্ডার থেকে ব্যবহারকারীরা টুইটার, ইনস্টাগ্রামসহ যেকোনো অনলাইন অ্যাকাউন্টে অটোফিলের মাধ্যমে প্রবেশ করতে পারবেন।