গুগল লেন্সের মাধ্যমে গুগল ব্যবহারকারীরা টেক্সটের পাশাপাশি ইমেজ দিয়েও সার্চ করা যাবে গুগল। গুগলের নতুন লেন্স সার্চ টুলের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। যেসব ক্ষেত্রে ইউজাররা শব্দের মাধ্যমে কোনও কিছু বর্ণনা করতে এবং টেক্সট করে সার্চ করতে অসুবিধায় পড়ে, সেই সকল ক্ষেত্রে সাহায্য করবে এই নতুন ফিচার।
গুগলের এই নতুন ফিচার গুগল লেন্স এই মাসের মধ্যেই চালু হবে। এর মাধ্যমে কোনও কনফারেন্সে লাইভ স্ট্রিমড সার্চ করা সম্ভব।
গুগল জানিয়েছে, অ্যাডভান্সড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। কোনও জিনিসের ছবি দেখে পছন্দ হলে, এবার থেকে লেন্স আইকনে প্রেস করে শুধু গুগলকে সেটা জানালেই হবে। সেই একই রকমের ছবি অন্য কোনও জিনিস কোথায় পাওয়া যায়, তা অতি সহজেই জানা যাবে।
এর আগে গুগল ইমেজ সার্চ অপশন চালু করেছিল। কিন্তু সেটা তেমন একটা জনপ্রিয়তা পায়নি।