অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), মাল্টি ডিভাইস কানেক্টিভিটিসহ একাধিক ফিচার নিয়ে বাজারে নতুন ওয়্যারলেস হেডফোন এনেছে জাপানের বহুজাতিক কনগ্লোমারেট প্রতিষ্ঠান সনি। সনি ডব্লিউএইচ-এক্সবি৯১০এন নামে এটি বাজারে আনা হয়েছে। এর সঙ্গে ডব্লিউএফ-সি৫০০ নামে একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসও এনেছে প্রতিষ্ঠানটি।
অন্যান্য প্রিমিয়াম ট্রু ওয়্যারলেস হেডফোনের মতো সনি ডব্লিউএইচ-এক্সবি৯১০এনে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনের (এএনসি) পাশাপাশি ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এতে ভাঁজযোগ্য ডিজাইন রয়েছে। হেডফোনটিতে ৪০ মিলিমিটারের ড্রাইভার রয়েছে, যা ২০-২০ হাজার হার্টজ পর্যন্ত শব্দ তরঙ্গ উৎপাদনে সক্ষম।
হেডফোনটিতে ইনবিল্ট মাইক্রোফোন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কানেক্টেড স্মার্টফোনে আসা কল সহজেই রিসিভ করতে পারবেন। সনির ডব্লিউএইচ-এক্সবি৯১০এন হেডফোনটি ব্লুটুথ এবং ফাস্ট পেয়ার ও সুইফট পেয়ার ফিচারের মাধ্যমে একই সঙ্গে দুটি ডিভাইসে যুক্ত করা যাবে। হেডফোনটিতে এলডিএসি, এসবিসি এবং এএসি অডিও কোডেক সাপোর্ট করবে।
নতুন এ হেডফোনটিতে অ্যাডাপ্টিভ সাউন্ড কন্ট্রোল ফিচার রয়েছে, যেটি ব্যবহারকারীর অধিক যাতায়াতকৃত স্থানের তথ্য সংগ্রহ করে এবং পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ শব্দ নির্ধারণ করে থাকে। হেডফোনে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও অ্যালেক্সা ব্যবহার করা যাবে। সনির ডব্লিউএইচ-এক্সবি৯১০এন হেডফোনের পাশে যে টাচ প্যানেল রয়েছে, সেটির মাধ্যমে ব্যবহারকারীরা ভলিউম বাড়ানো-কমানোর পাশাপাশি ভয়েস কলও দিতে পারবেন। ডিভাইসটিতে ৩ দশমিক ৫ মিলিমিটারের ওয়্যারড প্লেব্যাক সুবিধাও দেয়া হয়েছে।
সনির নতুন ওয়্যারলেস হেডফোনে ইউএসবি টাইপ-সি চার্জিং ফিচার ও ব্লুটুথ ভার্সন ৫.২ দেয়া হয়েছে। অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) চালু অবস্থায় হেডফোনটি ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। প্রতিষ্ঠানটি জানায়, সাড়ে ৩ ঘণ্টায় সনির ডব্লিউএইচ-এক্সবি৯১০এন হেডফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ দেয়া যাবে। তাদের দাবি, মাত্র ১০ মিনিটের চার্জে হেডফোনটি সাড়ে ৪ ঘণ্টা ব্যবহার করা যাবে। বহনযোগ্য কেসিংসহ হেডফোনটি পাওয়া যাবে। এর ওজন ২৫২ গ্রাম।