সারা পৃথিবীতে ২০০ কোটি মানুষ গুগলের ক্রোম ব্যবহার করেন। বিপুল এই ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন সার্চ ইঞ্জিন জায়ান্ট। আর সেই কারণেই ইউজারদের ক্রোম ব্রাউজারের লেটেস্ট ভার্সনের আপডেট পাঠানো হচ্ছে। কীভাবে আপনি নিজেই গুগল ক্রোম ব্রাউজারের লেটেস্ট ভার্সন আপডেট করবেন, জেনে নিন। সম্প্রতি, গুগল ক্রোম ভার্সন 94.0.4606.54 আপডেট পাঠানো শুরু করেছে গুগল। আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে সুরক্ষিত রাখতে গুগল ক্রোমে নতুন আপডেট এলে তা নিজে থেকেই ইনস্টল হয়ে যায়। তবে, অনেক সময় ম্যানুয়ালি এই আপডেট ইনস্টল করতে হয়, যা অনেকেরই অজানা। ম্যানুয়ালি কী ভাবে গুগল ক্রোম ব্রাউজার আপডেট করবেন, জেনে নিন।
* প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।
* এবার উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
* একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে।
* তার পরে সেটিংস ওপেন করুন।
* এবার অ্যাবাউট ক্রোম অপশনটি বেছে নিন। ক্রোম ব্রাউজার আপডেট শুরু হয়ে যাবে।
* আপডেট শেষ হওয়ার পরে অ্যাবাউট ক্রোম ব্রাউজার বন্ধ করে ফের ওপেন করলে আপডেট শেষ হবে।