দেড় কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এসব তথ্য হ্যাকারদের কাছে রয়েছে। জানা গেছে, সেসব তথ্য চড়া দামে বিক্রি করতে চলেছে হ্যাকারের দল। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের তালিকায় রয়েছে নাম, ইমেইল অ্যাড্রেস, ঠিকানা, ফোন নম্বর- এমনই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। প্রাইভেসি অ্যাফেয়াস নামের একটি রিসার্চ ফার্মের পক্ষ থেকে এমনই উদ্বেগের খবর জানানো হয়েছে। সেই রিসাচ ফার্মের রিপোর্ট থেকে জানা গেছে, প্রায় ১.৫ বিলিয়ন গ্রাহকের বিভিন্ন জরুরি তথ্য হ্যাকারের ফোরামে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে।
যদিও, এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি যে, হ্যাকারের ফোরামের এই বিপুল সংখ্যক ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য গেল কীভাবে? ফেসবুকের সিস্টেম ভেঙেই কী হ্যাকাররা এই সব তথ্য হাতিয়ে নিয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি।
অভিযোগ উঠেছে, ফেসবুক গ্রাহকরা পাবলিকলি নিজেদের যে সব তথ্য শেয়ার করে থাকেন, তার উপরে ভিত্তি করেই স্ক্র্যাপিংয়ের মাধ্যমে এই বিপুল সংখ্যক ফেসবুক গ্রাহকের তথ্য হ্যাকারের হাতের নাগালে চলে এসেছে।