বৈশ্বিক চিপ ঘাটতি মোকাবেলায় একযোগে কাজ করার পরিকল্পনা করেছে দুই শীর্ষস্থানীয় চিপ নির্মাতা, সনি ও টিএসএমসি। দক্ষিণ জাপানের কুমামোতোতে যৌথ উদ্যোগে একটি সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণের সম্ভাব্যতা বিবেচনা করছে প্রতিষ্ঠান দুটি।
রয়টার্স জানিয়েছে, নতুন সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণের বিনিয়োগ আংশিক মেটানোর জন্য তৈরি আছে জাপান সরকারও।
চিপ ঘাটতিতে ভুগছে প্রযুক্তি পণ্যের বৈশ্বিক বাজার। অর্থনীতিবিষয়ক প্রকাশনা নিক্কেই-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২৪ সাল নাগাদ চালু হতে পারে নতুন কারখানাটি। আশা করা হচ্ছে, নতুন কারখানাটি অটোমোবাইল, ক্যামেরার ইমেজ সেন্সর এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্যের সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত হবে।
এ বিষয়ে সনি বা টিএসএমসি কেউই কোনো মন্তব্য করতে চায়নি। এর আগে জুলাই মাসেই জাপানে কারখানা স্থাপনের পরিকল্পনা যাচাই করে দেখার কথা জানিয়েছিলো বিশ্বের শীর্ষ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা ও অ্যাপল ইনকর্পোরেটেডের অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহকারী প্রতিষ্ঠান টিএসএমসি।
জাপানে টিএসএমসির কারখানা নির্মাণ পরিকল্পনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও আছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। প্রতিষ্ঠানটির সিংহভাগ উৎপাদন কাজ হয় তাইওয়ানে। বিশ্বের বেশিরভাগ উচ্চক্ষমতাসম্পন্ন চিপ উৎপাদিত হয় এই দেশটিতে। কিন্তু গনতান্ত্রিক দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চীন সশস্ত্র পদক্ষেপ নিতে পারে– এমন আশঙ্কা বেড়েই চলেছে।
অন্যদিকে নিজস্ব শিল্পগুলোর সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত জাপানের কর্মকর্তারাও। বৈশ্বিক চিপ ঘাটতির তারণে উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছিলেন দেশটির অটোমোবাইল নির্মাতারা।