ভারতে আফটার সেলস সার্ভিসে হ্যাকারদের হাতে তথ্য বেহাতের বিষয়টি স্বীকার করেছে এসার। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তাইওয়ানভিত্তিক হার্ডওয়্যার ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।
নিরাপত্তা তদারককারী প্রতিষ্ঠান প্রাইভেসি অ্যাফেয়ার্স একটি ডার্কসাইটে চুরীকৃত তথ্যের বিক্রি-সংক্রান্ত তথ্য পাওয়ার পর হামলার বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। এক ফোরাম পোস্টে লিখিত বিবৃতিতে প্রাইভেসি অ্যাফেয়ার্সের প্রতিষ্ঠাতা মিক্লোস জোল্টান বলেন, হ্যাকার গ্রুপ ডেসর্ডেন এসারের ভারতীয় সার্ভারে অনুপ্রবেশ করে তথ্য হাতিয়ে নেয়ার দাবি করেছে।
এসারের এক মুখপাত্র ব্লিপিং কম্পিউটারকে জানান, সার্ভারে হামলার বিষয়ে জানার পর পরই ভারতীয় সহায়ক সংস্থাগুলো দ্রুত তাদের নিরাপত্তা প্রটোকল চালু করেছে। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানকে আক্রমণের বিষয়ে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অবগত করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র জোর দিয়ে বলেন, এ হামলার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ব্যবসায়িক ধারাবাহিকতায় কোনো বৈষয়িক প্রভাব পড়েনি।
হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এসার। তবে প্রাইভেসি অ্যাফেয়ার্সের প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ হামলার মাধ্যমে হ্যাকাররা এসারের লাখ লাখ গ্রাহকের তথ্য চুরি করেছে। চুরির সত্যতা নিশ্চিতে নিজেদের হাতে আসা ১০ হাজার তথ্য প্রকাশ করেছে হ্যাকার গোষ্ঠী।
আক্রমণকারীরা কীভাবে সার্ভারে প্রবেশ করেছে ও ৬০ জিবির বেশি তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে, সে বিষয়ে হ্যাকার কিংবা এসার কারো পক্ষ থেকেই পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যক্তিগত শনাক্তকারী তথ্যের পাশাপাশি হ্যাকাররা ভর্তুকি অ্যাকাউন্ট, আর্থিক ও অডিট সম্পর্কিত তথ্যও হাতিয়ে নিয়েছে।