“শেখ রাসেল দিবস ২০২১” উদযাপন উপলক্ষ্যে ১৮ অক্টোবর ২১ দিনব্যপী ”শেখ রাসেল দিবস স্ক্র্যাচ কর্মশালা“ অনুষ্ঠিত হয়েছে। দেশের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করার সুফল পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সকল পর্যায়ের প্রযুক্তি প্রেমীরা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতেই আজ সারাদিন ব্যাপী স্ক্র্যাচ কর্মশালার আয়োজন করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ সোমবার ঢাকায় এই কর্মশালার উদ্বোধন করেন।
তিনি উদ্বোধনী বক্তৃতায় বলেন, স্ক্র্যাচ এর মতো প্রোগ্রামিং জানা কেবল কম্পিউটার বিজ্ঞানীদের জন্য নয়, এটি সকল শিক্ষার্থীর জন্য অতি আবশ্যকীয় দক্ষতা। এই দক্ষতা মানুষকে সমস্যা সমাধানের জ্ঞান দেয়।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস),বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেড (সিএসএল) যৌথভাবে এ আয়োজন করে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর, বিসিএসের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল বিরুনী সুজন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বর বলেন, শেখ রাসেল দিবসে স্ক্র্যাচ কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন করতে সহায়তা করবে। শিক্ষায় ডিজিটাল রূপান্তরের পথপ্রদর্শক মোস্তাফা জব্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশে স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শেখার আয়োজন হচ্ছে বলে উল্লেখ করেন। প্রাসঙ্গিকভাবে তিনি উল্লেখ করেন যে এরই মাঝে সরকার অন্তত দুবার ২০১৮ ও ২০১৯ সালে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে। বেসিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রোগ্রামিং শেখার কর্মশালারও আয়োজন করে যাচ্ছে। তিনি এই আয়োজন ও স্ক্র্যাচ বাংলায় রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন।
বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতেই আজ সারাদিন ব্যাপী স্ক্র্যাচ কর্মশালার আয়োজন করা হয়েছে। ৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিচ্ছে। কোনরকম আবেদন ফি ছাড়াই এই কর্মশালায় অংশ নেয়া গেছে।সর্বমোট ৪টি স্লটে দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।