শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করে নতুন ট্যাব এনেছে লেনোভো। মডেল লেনোভো ট্যাব ৬ ৫জি। এই ট্যাবলেটে রয়েছে কিডস স্পেস ফিচার। এছাড়াও, এতে আছে লার্নিং মোড। যা মূলত পড়ুয়াদের জন্যই দেওয়া হয়েছে। পাশাপাশিই আবার এই ট্যাবলেটে পিসি মোড ফিচার দেওয়া হয়েছে, যা ইউজারদের স্প্লিট স্ক্রিন মোড এবং খুবই সাধারণ অ্যাপ্লিকেশন সুইচিংয়ের মাধ্যমে অ্যাপস দেখতে সাহায্য করবে।
শুরুতে এই ট্যাবলেট লঞ্চ করা হয়েছে কেবল মাত্র জাপানের মার্কেটের জন্যই। দুর্ধর্ষ এই ট্যাবলেটে রয়েছে একটি ১০.৩ ইঞ্চির ডিসপ্লে এবং পারফরম্যান্সের দিক থেকে এই ট্যাবলেট চালিত হবে একটি স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের সাহায্যে।
নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে এটি লেনোভোর প্রথম ৫জি এনাবল অ্যানড্রয়েড ট্যাবলেট।
ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্টের জন্য এই ট্যাবলেটে রয়েছে আইপিএক্স৩ এবং আইপি৫এক্স সার্টিফিকেশন। অ্যাবিস ব্লু এবং মুন হোয়াইট এই দুই কালার অপশনে পাওয়া যাবে এই ট্যাবলেট।
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম ভার্সনে ট্যাবটি পাওয়া যাচ্ছে।