অবশেষে আনুষ্ঠানিকভাবে পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো’তে অ্যান্ড্রয়েড ১২ এর স্টেবল ভার্সন অপারেটিং সিস্টেম চালু করেছে গুগল। এর মাধ্যমেই অ্যান্ড্রয়েড ১২ এর স্টেবল ভার্সন আত্মপ্রকাশ করলো।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
এর আগে ১৮ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত গুগলের অ্যানুয়াল ডেভেলপার ইভেন্টে তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ এর প্রথম বিটা ভার্সনের উদ্বোধন করে। এরপর একে একে বেশ কয়েকটা বিটা ভার্সন রিলিজের পর এবার স্টেবল ভার্সন রোলআউট উদ্বোধন করলো। যদিও এখন কেবলমাত্র পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১২ পাওয়া যাবে। বাকি ফোনে ধাপে ধাপে দেওয়া হবে।
এদিকে গুগল আগেই জানায়, অ্যান্ড্রয়েড- ১২ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ইতিহাসে সবচেয়ে পরিবর্তিত ডিজাইন। তাই বহু ইউজার এ আপডেট পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাঠকদের কৌতূহল মেটানোর জন্য নীচে সেসব ফোনের তালিকা দেওয়া হল যেগুলোয় অ্যান্ড্রয়েড ১২ আপডেট পাওয়া যাবে
অ্যান্ড্রয়েড ১২ এ মুহূর্তে পিক্সেল ৩ এবং তার পরবর্তী মডেলে ইনস্টল করা যাবে। যার মধ্যে রয়েছে পিক্সেল ৩এ, পিক্সেল ৪, পিক্সেল ৪এ, পিক্সেল ৪এ ফাইফজি, পিক্সেল ৫, এবং পিক্সেল ৫এ।
গুগল আরো এক বিবৃতিতে জানিয়েছে যে, এই বছরের শেষের দিকে সামসাং, ওয়ান প্লাস, অপো, রিয়েলমি, টেকনো, ভিভো ও শাওমি ফোনে অ্যান্ডয়েড ১২ পাওয়া যাবে।