দেশের আর্থিক প্রতিষ্ঠানের সাইবার দুর্ঘটনা মোকাবেলার দক্ষতায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিকাশ এবং তৃতীয় হয়েছে জনতা ব্যাংক লিমিটেড ও আইডিএলসি ফাইনান্স লিমিটেড। এর পরের অবস্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক।
অনলাইনে অনুষ্ঠিত দিনব্যাপী সাইবার ড্রিলে এমন দক্ষতা দেখিয়েছে প্রতিষ্ঠানগুলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত নিয়মিত সাইবার ড্রিলের অংশ হিসেবে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয় এই ফাইন্যান্সিয়াল সাইবার ড্রিল। এতে দলগতভাবে অংশগ্রহণ করে ৩৮টি আর্থিক প্রতিষ্ঠান।
এই দক্ষতা উন্নয়ন ও পর্যবেক্ষণ বিষয়ক ড্রিলের আয়োজন করে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর বিধান অনুযায়ী গঠিত বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (BGD e-GOV CIRT)।
ড্রিলে ৫৫ নম্বর পেয়ে বাংলাদেশ ব্যাংক প্রথম স্থান লাভ করে। ৫২ নম্বর পেয়ে বিকাশ লিমিটেড দ্বিতীয় এবং ৪২ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় হয়েছে জনতা ব্যাংক লিমিটেড ও আইডিএলসি ফাইনান্স লিমিটেড।
এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (DSA) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।