ব্যক্তিগত কম্পিউটারের জন্য নতুন ও দ্রুতগতির প্রসেসর চিপ উন্মুক্ত করেছে মার্কিন সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল। বর্তমানে দ্রুতগতির কম্পিউটিং চিপের বাজারে নিজেদের শীর্ষস্থান দখলে তত্পর হয়ে উঠেছে ইন্টেল।
সাম্প্রতিক সময়ে ইন্টেলের প্রধান প্রতিদ্বন্দ্বী এএমডি ও অ্যাপলের কাছে দ্রুতগতির চিপের বাজারে শীর্ষস্থান হারায় মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান দুটি নিজেদের চিপ তৈরির জন্য তৃতীয় পক্ষের সাহায্য নিলেও ইন্টেল নিজস্ব উৎপাদন ক্ষমতা ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মার্কিন সরকারের জন্য তৈরি সুপার কম্পিউটারের গতির ব্যাপারে নতুন তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, নতুন এ সুপারকম্পিউটারটি আগের প্রত্যাশিত গতির চেয়ে দ্বিগুণ গতিতে পরিচালিত হবে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারাভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়। সফটওয়্যার ডেভেলপারদের ইন্টেলের তৈরি চিপের জন্য কোড তৈরি করতে উৎসাহিত করাই মূলত প্রতিষ্ঠানটির লক্ষ্য।
ইন্টেল ব্যক্তিগত কম্পিউটারের জন্য তার ১২তম জেনারেশনের কোর চিপ প্রদর্শন করে, যা তাদের কোড নেম অল্টার লেকের মাধ্যমে পরিচিত। প্রতিষ্ঠানটি জানায়, তাদের উৎপাদন সারিতে ৬০টি ভিন্ন ধরনের চিপ রয়েছে, যা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ৫০০ মডেলের ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার উপযোগী। এসব চিপ হালকা আকারের ল্যাপটপ থেকে শুরু করে গেমারদের জন্য উপযোগী ভারী কম্পিউটারে ব্যবহার করা যাবে।
ইন্টেল জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কাজের জন্য ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জির অর্গোন ন্যাশনাল ল্যাবরেটরির জন্য তৈরি অরোরা কম্পিউটার প্রত্যাশিত গতির চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে। এ কম্পিউটারটি প্রতি সেকেন্ডে দুই কুইন্টিলিয়ন হিসাব সম্পাদন করতে সক্ষম।