নতুন আপডেটের অংশ হিসেবে অফিস স্যুটে ক্লিপচ্যাম্প ভিডিও এডিটিং টুলস যুক্ত করছে মাইক্রোসফট। তবে এসব ফিচার নিয়ে বেশ তর্ক-বিতর্ক রয়েছে। খবর এনগ্যাজেট।
সম্প্রতি মাইক্রোসফট ওয়েবভিত্তিক এ টুলস প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে ব্যক্তি দক্ষতা ব্যতিরেকে পেশাদার ভিডিও তৈরি করা সম্ভব। ব্যবহারকারীরা চাইলে অন্যান্য অফিস অ্যাপসের জন্য ভিডিও তৈরি করতে পারবেন। তবে মাইক্রোসফট ক্লিপচ্যাম্পকে ব্যক্তিগত ভিডিও এডিটিং টুলস হিসেবে বেশি গণ্য করছে।
নতুন এ টুলসের মাধ্যমে ব্যবহারকারীরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পেশাদার লুক দিতে পারবেন বলে জানা গেছে। ভিডিও এডিটিং টুলসের পাশাপাশি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে রেকর্ডিং স্টুডিও যুক্ত করবে। এর মাধ্যমে কেউ যদি লাইভে উপস্থাপন করতে না চান, তাহলে অডিও রেকর্ড করা যাবে।
ব্যবহারকারীরা স্লাইড পরিবর্তন করতে পারবেন এবং রেকর্ডিংয়ের জন্য পছন্দের ব্যাকগ্রাউন্ড ছবি যুক্ত করতে পারবেন। সবকিছু শেষ হলে পুনরায় সবকিছু যাচাই করা যাবে এবং পুনরায় রেকর্ড করা যাবে। তবে এ ফিচার ব্যবহার করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কেননা ২০২২ সালের শুরুর দিকে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এ ফিচার উন্মুক্ত করতে চাইছে।
নতুন দুটি ফিচার ছাড়াও আরো কিছু সূক্ষ্ম আপডেট যুক্ত করবে মাইক্রোসফট। তবে প্রয়োজনের মুহূর্তে সেগুলো ভালো কাজ করতে সক্ষম। মাইক্রোসফট ৩৬৫-এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অভিজ্ঞতা সম্পন্ন কনটেক্সট আইকিউ ফিচার আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যখন কোনো ব্যবহারকারী অন্য কাউকে ট্যাগ করতে চাইবেন তখন ফিচারটি পরিচিতদের নামের তালিকা দেখাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মিটিংয়ের সময়ের ব্যাপারে জানাবে।