দেশের প্রযুক্তি খাতে বৃটেনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরাও এখন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এক্ষেত্রে তারা পণ্য বৈচিত্রকরণে শিক্ষা, স্বাস্থ্য, ফিনটেক, ডিজিটাল কমার্স ও লজিস্টিকে বিনিয়োগে সবচেযে বেশি আগ্রহ দেখাচ্ছেন তারা।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কুইন্স এলিজাবেথ হলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ও রোড শো করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) লন্ডনে স্থানীয় সময় সকালে ভার্চুয়াল মাধ্যমে এই ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। অনলাইনে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ব্যবসার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশিদের নিয়ে নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে পারেন।
বৈশ্বিক বিনিয়োগ রোড শো’র ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের লন্ডনে অনুষ্ঠিত সামিটের আরো বক্তব্য দেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান।
এই আয়োজনে অনলাইন মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস। তাদের মতে, বাংলাদেশের এই উন্নয়ন পরবর্তী পঞ্চাশ বছরে সম্পর্ক দৃঢ়করণে ভূমিকা রাখবে।
অপরদিকে অনুষ্ঠান স্থল থেকে পলক বলেছেন, নকিয়া এখন হাইটেক পার্কে প্লান্ট করছে। ইতোমধ্যেই ব্রিটেন থেকে জেনেক্স সেখানে বিনিয়োগ করেছে। আজকে আমরা অনেক বিনিয়োগকারীর আগ্রহ জানতে পেরেছি, যারা হাইটেক পার্কে বিনিয়োগ করতে হয়। আমরা খুব আশাবাদী এই রোড-শো থেকে অনেক বেশি বিনিয়োগ সম্ভাবনার সূচনা করতে পারবো।
প্যানেল আলোচনায় তীক্ষ্ণ মেধার স্ফূরণে বিনিয়োগকারীদের মুগ্ধ করেন পলক। অনুষ্ঠানের সবচেয়ে কম বয়সী আলোচক হয়েও কথা বলার স্টাইল ও উপস্থাপনার চমকে ছিলেন কেন্দ্রবিন্দুতে।
গুরুগম্ভীর আলোচনাকে পাশকাটিয়ে নাটকীয় ঢঙে উপস্থিত বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরালো করে তোলেন, ‘আপনারা তো সম্প্রতিক মুভি নো টাইম টু ডাই দেখেছেন! খেয়াল করেছেন ড্যানিয়েল ক্রেইগ সেখানে নকিয়া স্মার্টফোন ব্যবহার করেছেন! আমি আজ আপনাদের সঙ্গে গর্বের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে ও জানাতে চাই, বাংলাদেশের হাইটেক পার্কে নকিয়া তাদের স্মার্টফোন তৈরি করছে। সেই ফোনটি এখন আমার হতে।’
তার এই স্মার্ট উপস্থাপনায় হলের সবার দৃষ্টি নিবদ্ধ হয় বাংলাদেশের ওপর।
রোড-শো তে শতাধিক বিনিয়োগকারি অংশ নিয়েছেন। এরই মধ্যে লন্ডনের ব্রিটিশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অ্যাসেসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।