ভিডিও দেখার পর এবার নেটফ্লিক্সে গেমস খেলা যাবে। এখন থেকে নেটফ্লিক্সের সমস্ত সাবস্ক্রাইবারই পাঁচটি মোবাইল গেমস খেলতে পারবেন। তবে আপাতত কেবল অ্যানড্রয়েড ফোন ও ট্যাবলেটেই তা খেলা যাবে। আইফোন ব্য়বহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মনে করা হচ্ছে গুগলের মতো প্রতিদ্বন্দ্বীকে এই পদক্ষেপের ফলে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার পথে আগালো নেটফ্লিক্স।
শুরুতে গেমের সংখ্যা সীমিত থাকলেও অদূর ভবিষ্যতে আরও বড় চমক দিতে চলেছে তারা। প্রতিষ্ঠানটির গেমস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ভার্দু জানিয়েছেন, ‘গ্রাহকদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে চলেছি আমরা। এই যাত্রায় আপনাদের সঙ্গে পেয়ে আমরা উত্তেজিত। আমরা এমন এক গেম লাইব্রেরি শুরু করতে চলেছি যেখানে সকলের জন্যই কিছু না কিছু থাকবে।’
আপাতত কোন কোন গেম খেলা যাচ্ছে নেটফ্লিক্সে? যে পাঁচটি গেম রয়েছে সেগুলো হল- ১৯৮৪, স্ট্রেঞ্জার থিংস ৩: দ্য গেম, শুটিং হুপস, কার্ড ব্লাস্ট ও টিটার আপ।
কারা কারা খেলতে পারবেন? আপাতত আপনার অ্যানড্রয়েড ফোনে নেটফ্লিক্স অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেও খেলতে পারবেন। এর জন্য আলাদা করে কোনও খরচ লাগবে না। অথবা কিছু সাবস্ক্রাইব করতেও হবে না। আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্টই যথেষ্ট।
তবে আপাতত পাঁচটি মাত্র গেম থাকলেও আগামিদিনে বড়সড় প্ল্যান ছকেই নেমেছে নেটফ্লিক্স। মনে করা হচ্ছে শিগগিরি আরও নতুন নতুন গেম জুড়তে থাকবে তালিকায়।