প্রযুক্তি বাজারে নতুন টু ইন ওয়ান ডিভাইস নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। মেটবুক ই (২০২২) নামে এটি বাজারে আনা হয়েছে। ১২ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লের পাশাপাশি এতে ইন্টেলের ১১ প্রজন্মের প্রসেসর দেয়া হয়েছে।
হুয়াওয়ের মেটবুক ই (২০২২) টু ইন ওয়ান ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে আউট অব দ্য বক্স উইন্ডোজ ১১ দেয়া হয়েছে। ডিভাইসটিতে ১২ দশমিক ৬ ইঞ্চির ২৬০০–১৬০০ পিক্সেলের ওলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৬:১০ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ২৪০ পিপিআই এবং এতে একসঙ্গে ১০টি আঙুল ব্যবহার করা যাবে। নতুন মেটবুক ই-তে দ্বিতীয় প্রজন্মের হুয়াওয়ে এম পেন্সিলের পাশাপাশি ডিটাচেবল বা অপসারণযোগ্য কি-বোর্ড ব্যবহার করা যাবে।
হুয়াওয়ে মেটবুক ই (২০২২)-এ ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই ৭-১১৬০জি৭ প্রসেসর দেয়া হয়েছে। প্রসেসরের সঙ্গে ইন্টেলের আইরিশ এক্সই গ্রাফিক্স রয়েছে। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআরফোরএক্স র্যাম ব্যবহার করা যাবে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে ডিভাইসে ৫১২ জিবি পিসিআইই এনভিএমই এসএসডি স্টোরেজ দেয়া হয়েছে।
নতুন ডিভাইসটিতে একাধিক কানেক্টিভিটি অপশন রয়েছে। এতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভার্সন ৫.১, থান্ডারবোল্ট ৪ (ইউএসবি টাইপ-সি) ও ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ছবি তোলা, ভিডিও কলিংয়ের ডিভাইসটির সামনে ৮ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
মেটবুক ই (২০২২) ডিভাইসে হুয়াওয়ে চারটি স্পিকার ও মাইক্রোফোন ও পাওয়ার বাটনের সঙ্গে ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসটিতে ৪২ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে।
বাজারে ইন্টাস্টেলার ব্লু ও নেবুলা অ্যাশ রঙে এবং কয়েকটি ভ্যারিয়েন্টে মেটবুক পাওয়া যাবে। কোর আই৫, ৮জিবি র্যাম ও ২৫৬ জিবি এসএসডি স্টোরেজযুক্ত ভ্যারিয়েন্টের মূল্য ৫ হাজার ৯৯৯ ইউয়ান। আই৫, ১৬/৫১২ জিবির মূল্য ৬ হাজার ৯৯৯ ইউয়ান এবং আই৭, ১৬/৫১২ জিবির মূল্য ৭ হাজার ৯৯৯ ইউয়ান।