ফের নতুন ফিচার আসতে চলেছে গুগল ম্যাপস।এবারের নতুন ফিচার তাঁদের জন্য বেশি কার্যকরী যারা দ্রুত গতিতে গাড়ি চালাতে পছন্দ করেন।
এই ফিচার বলে দেবে রাস্তায় কোথায় পুলিশ আপনাকে থামিয়ে জরিমানা করছে। এর ফলে আপনি আগের থেকে গাড়ির গতি কমিয়ে নিতে পারবেন আর জরিমানার হাত থেকেও রক্ষা পাবেন আপনি।
এছাড়াও দুর্ঘটনা প্রবন এলাকা ম্যাপে চিহ্নিত করতে পারবেন আপনি। এর ফলে আপনি চাইলে অন্য রাস্তা দিয়েও যেতে পারবেন ম্যাপের একান্তর রুট দেখে। একই সাথে আপনি রাস্তায় কোনও দুর্ঘটনা দেখেলে বা স্পিড লিমিট দেখলে সেটাও জানাতে পারবেন।
জানুয়ারি মাসে গুগল ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ভারত ও ইন্দোনেশিয়ার ম্যাপে স্পিড ক্যামেরা দেখানোর কথা জানিয়েছিল।
জানুয়ারি মাসে অ্যানড্রয়েড পুলিশ ওয়েবসাইটে প্রথম এই ফিচার সামনে এসেছিল। সেই রিপোর্টে প্রকাশিত স্ক্রিন শট অনুযায়ী ম্যাপে কমলা রঙে রাস্তা দেখা যাবে আর ক্যামেরা গুলি নীল রঙে দেখা যাবে। ক্যামেরা কাছে এলে গুগল ম্যাপ তা জানিয়ে দেবে। স্ক্রিনে ডান দিকে নী
সম্প্রতি গুগল ম্যাপ ব্যবহার করে কোথাও যাওয়ার আগেই গাড়ির সম্ভাব্য ভাড়া জানা যাচ্ছে। বিশ্বের অনেক দেশেই এই ফিচার রয়েছে। যে জায়গায় যেতে চান সেই জায়গাটি গুগল ম্যাপসে সার্চ করে নেভিগেশান অপশনে পাবলিক ট্রান্সপোর্ট সিলেক্ট করলেই নিচে সম্ভাব্য অটোর ভাড়া দেখাবে গুগল ম্যাপ। চে প্রত্যেক ক্যামেরার স্পিড লিমিট লেখা থাকবে।