দেশের অন্যতম শিল্পগোষ্ঠী র্যাংগস গ্রুপের ইলেকট্রনিকস পণ্য গ্রাহকের কাছে দুই দিনের মধ্যে পৌঁছে দিবে প্রযুক্তিনির্ভর লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই।
দ্বিপাক্ষিক সেবা উন্নয়নের লক্ষ্যে র্যাংগস ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর রহমান এবং পেপারফ্লাইয়ের কো-ফাউন্ডার ও চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেন।
র্যানকন হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে র্যাংগস ইন্ডাস্ট্রিজ দেশের অন্যতম ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক ও আমদানিকারক হিসেবে কাজ করছে। এর পণ্যসমূহের মধ্যে রয়েছে ইলেকট্রনিকস। উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, হোম অ্যাপলাইয়েন্স, চেস্ট ফ্রিজার ইত্যাদি।
পেপারফ্লাইয়ের সাথে সেবা উন্নয়নের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন করবে বলে আশা ব্যক্ত করেছেন র্যাংগস ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর রহমান।