অক্টোবরে দেশের চার মোবাইল অপারেটরের গ্রাহক বেড়েছে ১০ লাখ। আর ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৪ লাখ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষে দেশে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ১৩ লাখে পৌঁছেছে। এ সময়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯১ লাখে।
সেপ্টেম্বরে মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৮ কোটি ২ লাখ এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ।
মোবাইল অপারেটরগুলোর মাধ্যমে চার লাখ নতুন ইন্টারনেট গ্রাহক যুক্ত হয়েছে।
মোবাইল অপারেটরগুলোর মধ্যে, রবি আজিয়াটা লিমিটেড অক্টোবরে সর্বাধিক পাঁচ লাখ নতুন গ্রাহক পেয়েছে। অপারেটরটির গ্রাহকসংখ্যা এখন ৫ কোটি ৩৫ লাখ।
দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন এ সময় দ্বিতীয় সর্বোচ্চ তিন লাখ নতুন গ্রাহক টেনেছে। অপারেটরটির মোট গ্রাহকসংখ্যা এখন ৮ কোটি ৪১ লাখ।
তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক পেয়েছে নতুন এক লাখ গ্রাহক। এর মাধ্যমে অপারেটরটির মোট গ্রাহকসংখ্যা দাঁড়াল ৩ কোটি ৭১ লাখে।
রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক অক্টোবরে ৮০ হাজার নতুন গ্রাহক পেয়েছে। ফলে টেলিটকের মোট গ্রাহক এখন ৬৪ লাখ।
বিটিআরসি জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাইকৃত যেসব গ্রাহকের আগের ৯০ দিনে অন্তত একবার কোনো কার্যকলাপ (ভয়েস, ডেটা, এসএমএস ইত্যাদি) আছে, তাদেরকে এই গ্রাহক তালিকার হিসাবে রাখা হয়েছে।