চার বছর আগে ২০১৭ সালে আইফোন এক্স বাজারে উন্মুক্ত করেছিল অ্যাপল। সে সময় ডিসপ্লেতে নচ ব্যবহার করা হয়েছিল।
সম্প্রতি বাজারে আনা ১৩ সিরিজেও নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে পরবর্তী প্রজন্মের ফোনে নচ ব্যবহার না করার বিষয়ে আগ্রহী অ্যাপল। খবর গিজমোচায়না।
দি ইলেকে ডিসপ্লে সম্পর্কিত প্রকাশিত প্রতিবেদনের তথ্য সত্য হলে আসন্ন আইফোন ১৪ সিরিজের মডেলগুলোয় ওলেড ডিসপ্লের সঙ্গে নচের পরিবর্তে পাঞ্চহোল ব্যবহার করবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিবেদনে বলা হয়, লেজার কাটিংয়ের মাধ্যমে পাঞ্চ হোল তৈরিতে স্যামসাং এরই মধ্যে ফিলপটিকস ও উনিক আইপিএসের কাছ থেকে প্রয়োজনীয় প্রযুক্তি পণ্য গ্রহণ শুরু করেছে।
আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সে নচ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। প্রতিবেদনের তথ্য সত্য হলে আইফোন ১৪ প্রো ম্যাক্সে পাঞ্চ হোলসহ ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করবে। আইফোন ১৪ প্রোতে স্যামসাংয়ের হোল ইন অ্যাক্টিভ এরিয়া পদ্ধতি ব্যবহার করবে।