প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করে ইতিহাস গড়লো নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’। নাসা জানায়, সূর্যের আবহাওয়ামণ্ডলের বাইরের স্তরে প্রবেশ করে নমুনা ও তথ্য সংগ্রহ করছে মহাকাশযানটি। সূর্যের নানা রহস্য উদ্ঘাটনে এই অভিযান বড় ভূমিকা রাখবে বলে আশা বিজ্ঞানীদের।
২০১৮ সালে সূর্যের উদ্দেশে রওনা দেয় নাসার মহাকাশ যান পার্কার সোলার প্রোব। এর আগে কয়েকবার সূর্যের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে নাসার এই অভিযান।
তবে এবার মানব সভ্যতায় অনন্য এক ইতিহাস গড়েছে ‘পার্কার সোলার প্রোব’। প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করেছে অত্যাধুনিক এই মহাকাশ যানটি। গবেষণার স্বার্থে সংগ্রহ করেছে নমুনাও।
নাসা জানিয়েছে, করোনা নামে পরিচিত সূর্যের বায়ুমণ্ডলের বহির্ভাগে প্রবেশ করেছে তাদের মহাকাশ যানটি। ৫ ঘণ্টায় অঞ্চলটিকে ঘুরে ঘুরে সংগ্রহ করেছে বিভিন্ন নমুনা।
পার্কার সোলার প্রোব অভিযানের প্রকল্প বিজ্ঞানী ড. নূর রাউয়াফি জানান, পার্কার সোলার প্রোব সূর্য স্পর্শ করেছে, এটা স্বপ্ন সত্যি হওয়া। আমাদের এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল সূর্যের করোনা অঞ্চলে প্রবেশ করা। এটি ঐতিহাসিক এক মুহূর্ত।
বিজ্ঞানীরা জানান, চলতি বছরের ২৮ এপ্রিল সূর্যের বলয়ে প্রবেশ করে মহাকাশযানটি। এ সময় চরম তাপ এবং সূর্যের ভয়ঙ্কর বিকিরণ সহ্য করতে হয়েছে এটিকে। ৮ মাস এর থেকে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সাফল্য নিশ্চিতের পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নাসা।
অভুতপুর্ব এই সাফল্য সূর্যের উৎপত্তি বিবর্তন নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজতে সহায়তা করবে বলে আশা বিজ্ঞানীদের। এছাড়া পাওয়া যাবে সূর্যের চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কে ধারনা।
সাত বছরের এই অভিযানের পরবর্তী ধাপে সূর্যের চারপাশ ঘুরে নানা অনুসন্ধানের পাশাপাশি কোরোনার বলয় ভেদ করার চেষ্টা করবে পার্কার সোলার প্রোব। ২০২৫ সালে চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে মহাকাশযানটি।