পৃথিবীর নিম্নকক্ষের উদ্দেশে স্টারলিংকের ৫২টি স্যাটেলাইটসহ যাত্রা করেছে স্পেসএক্সের একটি রকেট। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে ফ্যালকন ৯ রকেটটি যাত্রা করে। যাত্রা শুরুর পর ফ্যালকনের প্রথম অংশটি ফিরে আসে এবং প্রশান্ত মহাসাগরে থাকা স্পেসএক্সের ড্রোনশিপে অবতরণ করে। রকেটের দ্বিতীয় অংশটি কক্ষপথে যাত্রা করে এবং স্যাটেলাইটগুলো স্থাপন করে। ক্যালিফোর্নিয়ার হথর্নে অবস্থিত স্পেসএক্সের প্রধান কার্যালয়ের লঞ্চ কমেন্টেটর ইওমেই ঝো এ তথ্য নিশ্চিত করেন। এপি