চিপ জায়ান্ট ইনটেল আধুনিক সেমিকন্ডাক্টর প্যাকেজিং প্ল্যান্ট নির্মাণের জন্য প্রায় নয়শ’ কোটি ডলার মূল্যের বিনিয়োগ নিয়ে আলোচনা এগিয়ে এনেছে ইতালির সরকারের সঙ্গে।
মার্কিন এই চিপ জায়ান্ট প্রতিষ্ঠানটি আগামী এক দশকে ইউরোপে অত্যাধুনিক উৎপাদনকেন্দ্র তৈরির জন্য প্রায় নয় হাজার কোটি ডলারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই চুক্তি সম্পন্ন হলে ওই বিশাল বাজেটের শতকরা ১০ ভাগ ইতালির ঘরে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
এর আগে, বিনিয়োগের আকার সাড়ে চারশ’ থেকে নয়শ’ কোটি ডলারের মধ্যে হওয়ার কথা উল্লেখ করেছিল রয়টার্স।
ইনটেলের পরিকল্পনার ভাগ পাওয়ার দৌড়ে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতি জার্মানি এগিয়ে আছে। এই দৌড়ে ফ্রান্সও রয়েছে বলে আভাস মিলেছিল অক্টোবরে।
ইনটেল বলেছে, প্রতিষ্ঠানটি “একাধিক ইইউ দেশে কর্তৃপক্ষের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলাপ চালাচ্ছে”। তবে ইতালীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে এই চিপ জায়ান্ট।