অ্যাপলের অ্যাপ স্টোরের বিরুদ্ধে প্রতিযোগিতা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছে নেদারল্যান্ডসের শীর্ষ বাজার নিয়ন্ত্রকরা। অ্যাপ স্টোরে ভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ থেকে পণ্য বা সেবা নিলে অ্যাপলের পেমেন্ট প্লাটফর্ম ব্যবহারে বাধ্য হন এবং এক্ষেত্রে তাদের ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হচ্ছে। অ্যাপলের এ চর্চা নিয়ে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকেই সাম্প্রতিক দিনগুলোয় সমালোচনা উঠেছে। এবার আওয়াজ তুলল ডাচ কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
নেদারল্যান্ডসের অথরিটি ফর কনজিউমারস অ্যান্ড মার্কেটস (এসিএম) এক তদন্তে জানায়, ২০১৯ সালে নেদারল্যান্ডসে যাত্রা শুরুর পর অ্যাপল তার শক্তিশালী অবস্থানের অপব্যবহার করে বাজার প্রতিযোগিতা নীতি লঙ্ঘন করছে। মূলত টিন্ডারের মতো ডেটিং অ্যাপে আর্থিক লেনদেনে ভিন্ন প্লাটফর্ম ব্যবহার করতে না দেয়ার অভিযোগ সামনে আসে। যদি অ্যাপল তাদের অ্যাপ স্টোরে ভিন্ন পেমেন্ট প্লাটফর্ম ব্যবহারের সুযোগ না দেয় তাহলে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৬৬ লাখ ডলার জরিমানার মুখোমুখি হবে।
নীতিমালায় পরিবর্তন আনার জন্য অ্যাপলকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে এসিএম। এদিকে অ্যাপল বলছে, আমরা এসিএমের নির্দেশনার সঙ্গে ভিন্ন মত পোষণ করি এবং এর বিরুদ্ধে আমরা আপিল করেছি।
এর আগে দক্ষিণ কোরিয়ায় এ ধরনের শাস্তির মুখোমুখি হয়েছিল অ্যাপল ও গুগল। অ্যাপ স্টোর ও প্লে স্টোরে তৃতীয় পক্ষের পেমেন্ট প্লাটফর্ম ব্যবহারের সুযোগ দিয়ে বড় অংকের জরিমানা থেকে রেহাই পেয়েছিল দুই প্রযুক্তি জায়ান্ট।